• ঢাকা
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২, ২১ সফর ১৪৪৬

বিল থেকে সাবেক সাবরেজিস্ট্রারের মরদেহ উদ্ধার


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০২:১০ পিএম
বিল থেকে সাবেক সাবরেজিস্ট্রারের মরদেহ উদ্ধার
সাবেক সাবরেজিস্ট্রার সহিবুর রহমান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাবেক সাবরেজিস্ট্রার সহিবুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী পৌরসভার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া একটি বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ক্লিনিক ভবনটির নাম লেকসিটি এবং ভবনটির মালিক স্বপন প্রধানী।

এর আগে ক্লিনিকের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

Link copied!