‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার অনুষ্ঠানে প্রায় ১০ বছর পর দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখার পর থেকেই টলিপারার প্রধান খবর এখন এটাই । এ অনুষ্ঠান ঘিরেই তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই কটাক্ষ করতে থাকেন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে। যা কখনোই প্রত্যশ্যা ছিল না। সেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে অবশ্য এবার মুখ খুলেছেন অভিনেতা দেব।
রোববার (৪ আগস্ট) রানা সরকারের প্রোডাকশন হাউজের ১৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই অনুষ্ঠানে ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাদের মতো দেবও উপস্থিত ছিলেন। সেখানেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে কথা বলেছেন টালি তারকা।
অভিনেতা বলেন, এটি খুবই দুঃখজনক। এখন কেউ ভালোকে ভালো দৃষ্টিতে দেখতে চায় না। প্রতিটি বাক্য নিয়ে কাঁটাছেড়া করে। রাজ আর রুক্মিণী খুবই ভালোভাবে সামাল দিচ্ছে বিষয়টি। এখানে আমাদের পরিবারই আমাদের বড় সাপোর্ট। শুভশ্রীকে শ্রদ্ধা করি। আমি চাই সে ভালো থাকুক। একটি সিনেমা বা প্রোমোশন এটি বদলে দিতে পারে না। আর আমরা এমন কিছু করিনি, যার মূল্য এটা হবে।
দেব বলেন, দর্শকরা দেব ও শুভশ্রীকে যেভাবে দেখতে চেয়েছিল, আমরা সেটাই রি-ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। একটা জগৎ তৈরি করেছিলাম, যেন নস্টালজিয়ার বিষয়টি ফিরে আসে। যখন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তখন সত্যিই খারাপ লাগছে। আমার গায়ে লাগে না। তবে মনে হয় যে, ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। কেননা, সবারই কন্ট্রিবিউশন রয়েছে। আমি যদি রক্মিণীর কথা বলি, ‘ধূমকেতু’র পেছনে ওর অনেক অবদান রয়েছে। আমার সঙ্গে রিলও বানিয়েছে ও। আজ যখন আমার সঙ্গে রুক্মিণীর দেখা হলো, বলল- খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। এর জন্য গর্বিত আমি। অন্যদিকে রাজের সঙ্গে সরাসরি অবশ্য কথা হয়নি আমার। কিন্তু শুভশ্রীকে দেখে বোঝা যায়, সে অনেক খুশি। পরিবারের সাপোর্ট না থাকলে ওই আনন্দটা আসে না।
টালি তারকা আরও বলেন, সেদিন অভিনয় করিনি আমরা। আমার দর্শকরা যারা দেব-শুভশ্রীকে বানিয়েছে, তারা যেন পূর্ণ হন সেই চেষ্টা করেছি। যদি অপমান হয়ে থাকে, তাহলে শুভশ্রী, রাজ ও রুক্মিণীর কাছে দুঃখিত। এটা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এর থেকে বেশি আর কী আশা করা যায়? আসলে মানুষদের নিয়ে যত খারাপ মন্তব্য করবে, তত তাদের ফলোয়ার বাড়বে। এই ফলোয়ার নিয়ে লাভ কী? আমি জানি, নেগেটিভ জিনিসও অনেক দূর পর্যন্ত যায়। তবে পজিটিভ বিষয়ের একটা ভিত্তি আছে, একটা আনন্দ আছে।