• ঢাকা
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২, ২২ সফর ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে বিরোধ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০২:৫৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে বিরোধ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে দুই গোষ্ঠীর লোকদের কথা কাটাকাটি।  এর জেরে শনিবার সকালে সংঘর্ষে জড়ায় তারা।

তাত্ক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর গ্রামের দুই যুবকের মধ্যে ফেসবুকে কথা কাটাকাটি হয়। এর জেরে গত ১৪ জুলাই মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও তাহার মেয়ে আকলিমা বেগমের উপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষরা। এরপর থেকে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে।  আর শনিবার সকালে ওই গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির কয়েকশত লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার বলেন,  অনাকাঙ্খিত পরিস্থিতিতে এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

Link copied!