• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

‘ভেবেছিলাম কনকাশনে নামানো কোচের একটা মজা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৬:৪৯ পিএম
‘ভেবেছিলাম কনকাশনে নামানো কোচের একটা মজা’
তাানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত

স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে একাদশে ছিলেন না তানজিদ হাসান তামিম। ইনজুরিগ্রস্থ সৌম্য সরকারের কনকাশন সাব হিসেবে ব্যাটে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তামিম। 

সোমবার শ্রীলঙ্কা ইনিংসে ফিল্ডিংয়ের সময় ঘাড়ে আঘাত পাওয়ায় আর ব্যাট হাতে মাঠে নামা হয়নি সৌম্যের। তার কনকাশন সাব হয়ে খেলতে নেমে ৮১ বলে ৮৪ রান করে বাংলাদেশের জয়ে বড় ভ‚মিকা রাখেন তানজিদ তামিম। 

গণমাধ্যামকে তামিম বলেন, আমি লাঞ্চ করছিলাম। কোচ আমাকে হঠাৎ করে গিয়ে বললেন, তোমাকে কনকাশনে হিসেবে নেমে ব্যাটিং করতে হবে। আমি প্রথমে সিরিয়াসলি নেইনি। ভাবছি মজা করছে। পরে তিনি সিরিয়াসলি বলছেন, ব্যাটিংয়ে যেতে হবে তোমাকে। 

তামিম আরও বলেন, তখন আমার একটা জিনিসই মাথায় ছিল, যেন টিমের জন্য ভালো কিছু করতে পারি। আমি যখনই যে গেমই খেলি না কেন আমার চিন্তা থাকে পজেটিভ ক্রিকেট খেলার। চেষ্টা করি টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করার। জাস্ট মাথায় এইটুকু ছিল, বেশি কিছু চিন্তা করিনি ওই সময়।

তামিম বলেন, আমরা ওয়ানডেতে সিরিজ জিতছি, সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে। আমরাও দেখাই দিছি আমরাও সিরিজ জিততে পারি।
 

Link copied!