• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

শিশিরই হারের মূল কারণ, বললেন লিয়ানাগে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০২:৩৮ পিএম
শিশিরই হারের মূল কারণ, বললেন লিয়ানাগে
সংবাদ সম্মেলনে জানিথ লিয়ানাগ। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটিং নৈপূণ্য কিছুটা তার চোখে পড়েছে। নিজেদের ব্যাটিং বা বোলিং দূর্বলতা পরখ করে দেখলেন না তিনি। রিভিউ নেওয়ার সুযোগ ছিল বলে আম্পায়ারকেও দুষতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হারের মূল কারণ হিসেবে শিশিরকেই বেছে নিয়েছেন লঙ্কান অলরাউন্ডার জানিথ লিয়ানাগ। 

চট্টগ্রামে বুধবারের ম্যাচে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে শান্তরা। টাইগারদের কাছে অবশ্য এমন হারে ম্যাচে শেষে হতাশা ঝরেছে লিয়ানাগের কন্ঠে। 

অবশ্য শুরুটা দারুণ ছিল সফরকারীদের জন্য। ইনিংসের প্রথম ৯ ওভারেই এসেছিল ৭১ রান। সেখান থেকেই মূলত তানজিম সাকিব ম্যাচে ফেরান বাংলাদেশকে। দুই ওপেনারের পাশাপাশি তুলে নেন সাদিরা সামারাবিক্রমার উইকেট। এরপরেই আর ছন্দ খুঁজে পায়নি লঙ্কানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৫৫ রানেই শেষ করেছে ইনিংস। এদের মাঝেও উজ্জ্বল ছিলেন লিয়ানাগে। ৬৭ রানের ইনিংস খেলে দলকে দিয়েছেন ভাল সংগ্রহ। 

সংবাদ সম্মেলনে লিয়ানাগে বলেন, ‘আমরা একটা ভালো শুরু পেয়েছিলাম। আমাদের ওপেনাররা দারুণ খেলেছে। কিন্তু তারা (বাংলাদেশ) এরপর দ্রুত তিন উইকেট তুলে নিয়েছে। আমাদেরকে ইনিংস পুনর্গঠন করতে হয়েছে। আমরা যেমন শুরু পেয়েছিলাম তাতে ৩০০ রান করতে পারতাম। এটা নিয়ে আমরা কিছুটা হতাশ ছিলাম।’ 

লিয়ানাগের ভাষ্যে শিশিরের কারণে বড় রান হয়নি, ‘আমাদের বোলাররা অনেক চেষ্টা করেছে। তারা ভালো লাইন-লেংন্থে বল করেছে কিন্তু শিশিরের কারণে এটা আমাদের জন্য কঠিন ছিল। বেশিকিছু করারও ছিল না। ব্যাটিংয়ের দিক থেকে বলব,  এধরনের উইকেটে আমরা ভালো শুরু করে ৩০০ থেকে ৩২০ রান করতে চেয়েছিলাম।’

লিয়ানাগে আরও বলেন, ‘যখন শিশির পড়তে শুরু করল বোলারদের জন্য বল গ্রিপ করা বেশ কঠিন ছিল। কিন্তু বাংলাদেশ টিমকে কৃতিত্ব দিতে হবে তারা যেভাবে ব্যাট করেছে। শান্ত অসাধারণ খেলেছে এবং মুশফিক ভাইও দারুণ খেলেছে।’
 

Link copied!