বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য তানজিম হাসান সাকিব। পেসার সাকিব দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে অবগত। ছাত্রদের এক দফা দাবির মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাতত নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। দেশজুড়ে চলছে বিজয় উৎসব।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাকিব। তাতে তিনি লিখেছেন, ‘মুগ্ধ ও সাইদরা কখনো মরে না। তারা থাকে অন্তরে। প্রজন্ম থেকে প্রজন্ম,,,’।
উল্লেখ্য, শিক্ষার্থীদের কোটা আন্দোলন চলাকালে প্রথম শহীদ হন রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। এরপর শত শত ছাত্র পুলিশ ও সরকার দলীয় লোকদের গুলিতে শহীদ হন। তার মধ্যে মাহফুজুল হক মুগ্ধর মৃত্যুটি কেউ মেনে নিতে পারছে না। আন্দোলন চলাকালে সকলের জন্য পানি বিতরণ করতে করতেই গুলিতে মারা যান মুগ্ধ।
তাদের উদ্দেশ্যেই সোমবার পোস্ট দেন বোলার সাকিব।