• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের স্বপ্ন শেষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৪, ০৭:০৬ পিএম
শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের স্বপ্ন শেষ
হ্যাটট্রিক লাভের পর লঙ্কান বোলার থুসারার উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

স্বপ্ন ছিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে এই ফরম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম সিরিজ জয়ের। তবে লঙ্কান বোলার নূয়ান থুসারার হ্যাটট্রিক এবং কুশল মেন্ডিসের বিধ্বংসী হাফ সেঞ্চুরিতে ২৮ রানে হেরে সেই স্বপ্ন ধূলিস্যাৎ হলো স্বাগতিক বাংলাদেশের। ২-১ ব্যবধানে সিরিজ জিতলো সফরকারীরা। 

শনিবার সিলেটে ম্যাচে শ্রীলঙ্কার ৭ উইকেটে ১৭৪ রানের জবাবে ১৯.৪ ওভারে ১৪৬ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তরা। 

১৭৫ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ৩২ রানে ৬ উইকেট পতনের পর মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রান করবে। প্রথম সারির লিটন দাস ৭, সৌম্য সরকার ১১, অধিনায়ক শান্ত ১, তৌহিদ হৃদয় ০, মাহমুদউল্লাহ ০ এবং জাকের আলী ৪ রানে ফিরে যান। কিন্তু রিশাদ হোসেনের ৫৩, তাসকিন আহমেদের ৩১ ও মেহেদি হাসানের ১৯ রানের কারণে হারলেও লজ্জায় পড়েনি বাংলাদেশ।  

ম্যাচসেরা শ্রীলঙ্কার থুসারা হ্যাটট্রিক সহ ৫টি, হাসারাঙ্গা ২টি উইকেট পান। 

এর আগে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে প্রথম আঘাত করেন তাসকিন। তার বলে ১২ বলে ৮ রান করেই ফেরেন ধনঞ্জয়া। ১২ রান করে ফিরে যান কামিন্ডু মেন্ডিস। এরপর হাসারাঙ্গা (১৫) মোস্তাফিজের বলে বিদায় নেন। আসালাঙ্কা মাত্র ৩ রানে ফিরে যান। দলীয় ১৩৩ রানের সময় মূল্যবান উইকেট হারায় শ্রীলঙ্কা। তাসকিনের দ্বিতীয় শিকারে পরিনত হন কুশল ৮৬ রান (৬টি করে চার ও ছক্কা সহ) করে। অ্যাঞ্জেলো ম্যাথুস ১০ রানে আউট হন। শানাকা ১৯ করে রানআউট হন।  

তাসকিন ২৫ রানে ও রিশাদ ৩৫ রানে ২টি করে উইকেট লাভ করেন, শরিফুল ও মোস্তাফিজ পান ১টি করে।  

সিরিজ সেরা হয়েছেন কুশল মেন্ডিস। 

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩ রানে হারলেও বাংলাদেশ দ্বিতীয়টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সমতা আনে। 
 

Link copied!