• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সন্ত্রাসী হামলার হুমকি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০১:৪৮ পিএম
সন্ত্রাসী হামলার হুমকি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে
নিউজিল্যান্ড দল। ছবি : ক্রিকইনফো

প্রথম সেমিফাইনালে আজ(বুধবার) দুপুর আড়াইটায় ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর এই ম্যাচ মাঠে গড়ার আগেই মুম্বাই পুলিশের কাছে এসেছে এক তথ্য। যেখানে বলা হয়েছে হামলা হতে পারে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর তাই স্টেডিয়াম ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। 

সেমিফাইনালের লড়াই শুরুর আগে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) হুমকির খবর পেয়েছে মুম্বাই পুলিশ। সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের এক কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে,  “এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুম্বাই পুলিশকে ট্যাগ করে একটা পোস্ট করেছে। সেখানে বন্দুক, গ্রেনেড ও বুলেটের ছবি দেওয়া আছে। সঙ্গে লেখা আছে সেমিফাইনাল ম্যাচ চলাকালীন নাশকতামূলক ঘটনা ঘটতে পারে।”

বিরাট কোহলি।

পুলিশের সেই কর্মকর্তা আরও জানান, “স্টেডিয়াম চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে। আশপাশের এলাকাতেও নজরদারি বেড়েছে। কোনও ব্যক্তির উপর সন্দেহ হলেই তাঁকে জেরা করা হচ্ছে।”

এখন ভারতে চলছে দীপাবলির উৎসব। দেশ জুড়ে সবাই মেতে আছেন উল্লাসে। তার মাঝে বিশ্বকাপ বাড়তি আনন্দের। সেই সঙ্গে ভারত এ বারের বিশ্বকাপে যেমন খেলছে তাতে দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকদের আবেগ তুঙ্গে। এই পরিস্থিতিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে নজর রয়েছে পুলিশের। ক্রিকেটারদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!