• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ০২:২৫ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা
দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কান অধিনায়ক। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করছে এশিয়া কাপ রার্নাস আপ শ্রীলঙ্কা। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক দানুস শানাকা। শনিবার (৭ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াই টায়। 

বিশ্বকাপের আগে এশিয়া কাপের ফাইনাল খেলে ফুরফুরে মেজাজে রয়েছে শ্রীলঙ্কা। তবে সম্প্রতি একাধিক ক্রিকেটারের ইনজুরিতে দুশচিন্তায় লঙ্কান ম্যানেজম্যান্ট। চোটের কারণে বিশ্বকাপ দলেই জায়গা পাননি তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার দুশ্মন্ত চামিরা।

অপর দিকে দক্ষিণ আফ্রিকা রয়েছে দারুণ ফর্মে। বিশ্বকাপে আসার আগে ঘরের মাঠে অজিদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থেকেও টানা তিন জয়ে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়ে ভারতে এসেছে টেম্বা বাভুমার দল। 

এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে লঙ্কান অধিনায়ক শানাকা বলেন, সন্ধ্যার পরে শিশির পড়ার কারণে তার এমন সিদ্ধান্ত। অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক বাভুমা টস হেরে বলেন, তারাও টস জিতলে বোলিংটায় বেছে নিতেন। 

শ্রীলঙ্কান একাদশ :

পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুসল মেন্ডিস , সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), ডুনিথ ওয়েললাজ, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা, ও মাথিশা পাথিরানা।

 দক্ষিণ আফ্রিকা একাদশ :

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, অ্যাডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ও লুঙ্গি এনগিদি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!