• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

সাকিবের স্বপ্নের অভিষেক, দুই ওভারে ২ উইকেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৮:০৬ পিএম
সাকিবের স্বপ্নের অভিষেক, দুই ওভারে ২ উইকেট
তানজিম হাসান সাকিব তুলে নিলেন তিলক বার্মার উইকেট। ছবি : সংগৃহীত

২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ভারত। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বিদায়। রোহিতের উইকেট তুলে নেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। এরপর নিজের দ্বিতীয় ওভারে সাকিব তুলে নেন তিলক বার্মার উইকেট। এই প্রতিবেদন লেখার আগে, ভারতের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেটে ২৩ রান।

ব্যাট হাতে ছোট্ট ইনিংস খেলা তানজিম হাসান সাকিব, বাংলাদেশের হয়ে বল হাতে শুরুটা করেছেন দারুণ। ওয়াইড দিয়ে বল শুরু করা সাকিব নিজের দ্বিতীয় ডেলিভারিতেই পেয়ে যান উইকেট, সেটিও আবার রোহিত শর্মার। লেংথ বলে শরীর থেকে দূরে ব্যাট নিয়ে খেলতে চেয়েছিলেন রোহিত। কাভারে এনামুল হকের হাতে ক্যাচ গেছে সরাসরি। রোহিত ফেরেন শূণ্য রানে।

এরপর নিজের দ্বিতীয় ওভারে আবারও উইকেট তুলে নেন সাকিব। এবার তার শিকার ভারতীয় অভিষিক্ত ক্রিকেটার তিলক। তিলক বর্মা বলটি বেরিয়ে যাবেন বলে ছেড়ে দিয়েছিলেন। তবে ঢুকেছে সেটি। আঘাত করেছে অফ স্টাম্পের চূড়ায়। অভিষিক্ত তিলক ফেরেন ৫ রানে। এর আগে বয়সভিত্তিক পর্যায়ে দেখা হয়েছিল দুজনের। সর্বশেষ দেখায় তিলককে আউট করেছিলেন তানজিম। আজ দুজনেরই সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক একই ম্যাচে। সেখানেও সফল বাংলাদেশের বোলার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬৫ রান করে বাংলাদেশ। শুরুতে দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়লেও টাইগারদের পথ দেখান অধিনায়ক সাকিব আল হাসান এবং তাওহীদ হৃদয়। সাকিব ৮০ রান করে ফিরলে হৃদয় ফেরেন ৫৪ রানে। এরপর বাংলাদেশকে টেনে নিয়ে যান নাসুম আহমেদ। আন্তর্জাতিক সর্বোচ্চ ৪৪ রান করার পথে তাকে সঙ্গ দিয়েছেন শেখ মেহেদী এবং তানজিম সাকিব।

খেলা বিভাগের আরো খবর

Link copied!