• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপে অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ০৫:১১ পিএম
বিশ্বকাপে অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে সাকিব
ছবি: সংগৃহীত

লঙ্কান লিজেন্ড সনাৎ জয়াসুরিয়া ও ওয়েস্টইন্ডিজ ব্যাটিং দানব ক্রিস গেইলকে পেছনে ফেললেন সাকিব আল হাসান। আজ (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রান করার সঙ্গে সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সেরা অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থানে উঠে আসেন টাইগার অধিনায়ক।

২০০৩ থেকে ২০১৯ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপে অংশ নেন ক্রিস গেইল। খেলেন ৩০ ম্যাচ।৩০ ম্যাচে ব্যাট হাতে গেইল রান করেন সর্বমোট ১ হাজার ১৮৬ রান।আর বল হাতে শিকার করেন ১৬টি উইকেট।

আর  দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীলঙ্কার ‘মাতারা হারিকেন’ খ্যাত সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়ার। তিনিও বিশ্বকাপ খেলেছেন ৫টি। তার বিশ্বকাপ সময় ছিল ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত। জয়াসুরিয়া মোট ম্যাচ খেলেছেন ৩৮টি। যেখানে তার সর্বমোট ১ হাজার ১৬৫ রান। আর নামের পাশে ২৭ উইকেট।

সাকিব আল হাসান ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত ৫টি আসরে অংশ নিয়ে এখন পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে ১ হাজার ১৬১ রান ও ৩৮ উইকেট তুলে নিয়েছেন।

২০১৯ বিশ্বকাপে সাকিব ছিলেন দুর্দান্ত। ৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরিসহ ৬০৬ রান সংগ্রহ করেন। বল হাতে তুলে নেন ১১ উইকেট। যা তাকে ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রহকারী ব্যাটারদের মধ্যে তৃতীয় স্থানে নিয়ে গিয়েছিল। সেই আসরে ৬৪৮ রান করে ভারতের রোহিত শর্মা শীর্ষ রান সংগ্রহাকদের আসন দখল করেন। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার করেন ৬৪৭ রান।

বর্তমানে ক্রিকেট খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসানের আশেপাশে আর কেউ নেই। বিশ্বকাপের ইতিহাসে সেরা অলরাউন্ডারের তালিকার শীর্ষ ৪০ এও নেই কেউ। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব ১১৬১ রান নিয়ে খেলতে নামেন। গেইলকে টপকাতে প্রয়োজন ছিল ২৬ রানের আর জয়সুরিয়াকে টপকাতে প্রয়োজন ছিল পাঁচ রানের। সাকিব ২৪ রান করে পর পর তিন বলে দুটি ছয় ও একটি চার মারেন।

শেষ পর্যন্ত সাকিব ৫১ বলে ২ ছয় ও ৩ চারের সাহায্যে ৪০ রান করে লকি ফার্গুসনের বলে লাথামের দুর্দান্ত ক্যাচে পরিণত হন। বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ অলরাউন্ডার হিসেবে সাকিবের রান ১২০১ রান ও উইকেট সংখ্যা ৩৮টি। তার এ রেকর্ড যে আরও এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে। কেননা চলতি আসরে এখন পর্যন্ত বাংলাদেশ আরও ৬টি ম্যাচ খেলবে। সাকিব সুস্থ্য থাকলে সবকটি ম্যাচে মাঠে নামবেন তা বলাই যায়।

খেলা বিভাগের আরো খবর

Link copied!