• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়েও দলকে জেতাতে ব্যর্থ সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ১১:২৭ পিএম
দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়েও দলকে জেতাতে ব্যর্থ সাকিব
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সর্বকালের অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অসাধারণ বোলিং নৈপুণ্যের পরও তার দল জিততে পারেনি। বৃহস্পতিবার রাতে আবুধাবি টি-টেন ক্রিকেট লিগের এক ম্যাচে সম্প আর্মি ৬ উইকেটে সাকিবের দল বাংলা টাইগার্সকে হারিয়ে পূর্ণ ২ পয়েন্ট পেয়েছে। বাংলা টাইগার্সের ১ উইকেটে  ১০৬ রানের জবাবে সম্প আর্মি ৯.৩ ওভারে ৪ উইকেটে ১০৮ রান করে।বাংলা টাইগার্সের দানুস শানাকা অপরাজিত ৬২ ও হজরতউল্লাহ জাজাই ৩৫ রান করেন। 

সম্প আর্মির হয়ে জ্যাক টেইলর ১৩ বলে ২৭ রান করে ম্যাচসেরা হয়েছেন। আর ফাফ দু প্লেসিস ২৯ রান করেন ১৪ বলে। সাকিব ২ ওভার বল করে ১৫ রানে ২টি উইকেট লাভ করেন। 

এছাড়া দলের অধিনায়ক সাকিব একটি রানআউটও করেন। তবে তিনি ব্যাট করার সুযোগ পাননি।

Link copied!