• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

ঢাকা-১০সহ তিন আসনের মনোনয়ন কিনলেন সাকিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৫:৫০ পিএম
ঢাকা-১০সহ তিন আসনের মনোনয়ন কিনলেন সাকিব
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ  করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। ঢাকা-১০ ও মাগুরা-১ ও ২ আসনের জন্য সাকিবের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার কর্মীরা।

শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম কেনা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি বিন মুর্তজার ও সাকিবের নির্বাচন কারার গুঞ্জন উঠেছিল। তবে সেবার এই বিশ্বসেরা অলরাউন্ডারকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে সেবার মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন কিনে সংসদে যেতে চান সাকিবও। সব ঠিক থাকলে মাশরাফির পর সাকিবকেও সংসদে দেখা যেতে পারে।

শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।

Link copied!