• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

আইপিএলে দুর্নীতিতে নাম জড়িয়েছে শাহরুখ কন্যার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০১:২৫ পিএম
আইপিএলে দুর্নীতিতে নাম জড়িয়েছে শাহরুখ কন্যার
শাহরুখ খান ও তার কন্যা সুহানা। ছবি: সংগৃহীত

বেআইনিভাবে আইপিএল দেখানোর ফলে সম্প্রচারকারী সংস্থা ভায়াকম১৮-এর ১০০ কোটি রুপি ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মহারাষ্ট্র রাজ্য পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিটি হচ্ছেন ৫১ বছর বয়সী গুলাম মুনি। নাম জড়িয়েছে সংস্থার হয়ে বিজ্ঞাপন করা বিভিন্ন তারকার। তালিকায় রয়েছেন শাহরুখ খানের মেয়ে সুহানাও।

সেপ্টেম্বর মাসে একটি এফআইআর হয়েছিল। জুয়া সংস্থাটির হয়ে প্রচার করেছিলেন বলিউডের বিভিন্ন তারকা। সেই তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকলিন ফার্নান্ডেজে ও তমান্না ভাটিয়া। এ ছাড়াও ছিলেন গায়ক বাদশাহ এবং শাহরুখ-কন্যা। তাদের বক্তব্যও রেকর্ড করেছে পুলিশ। 

বেআইনিভাবে যে আইপিএল দেখানো হচ্ছে, সেটা এই সব তারকা জানতেন কি না তা জানার চেষ্টা করা হচ্ছে।

ভায়াকম১৮-এর করা অভিযোগ অনুযায়ী, জুয়া সংস্থার অ্যাপে বেআইনিভাবে সরাসরি আইপিএল সম্প্রচার করানো হয়েছে। 

সঞ্জয় দত্ত, জ্যাকলিন এবং বাদশাহ জানিয়েছেন যে, তিনটি বিজ্ঞাপনের চুক্তি হয়েছিল তাদের সঙ্গে। সেই চুক্তি করেছিলেন মুনি নামের ওই অভিযুক্ত ব্যক্তি। ইংল্যান্ডের একটি ফোন নম্বর দিয়ে তিনি যোগাযোগ করেছিলেন বলে জানা এসব তারকারা।

Link copied!