• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

রেকর্ডের ম্যাচে রোনালদোর গোলে পর্তুগালের জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৩, ১২:৪৮ পিএম
রেকর্ডের ম্যাচে রোনালদোর গোলে পর্তুগালের জয়

আইসল্যান্ডের বিপক্ষে ইউরো বাছাই পর্বের ম্যাচটি খেলতে নেমেই ইতিহাসের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ডের ম্যাচ গোল করে রাঙালেন এই পর্তুগিজ। পাশাপাশি তার একমাত্র গোলে জয়ও তুলে নিয়েছে দলটি।

সবচেয়ে বেশি ম্যাচ তো বটেই, আন্তর্জাতিক ম্যাচে গোলের দিক থেকেও এগিয়ে আছেন রোনালদো। তার গোলসংখ্যা ছিল ১২২। আইসল্যান্ডের বিপক্ষে গোল করে আন্তর্জাতিকে তার গোলসংখ্যা এখন ১২৩। 

বেশ শক্তিশালী দল নিয়েই আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। তবে গোল পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিল  ব্রুনো ফার্নান্দেজ, বার্নর্ডো সিলভা, রুবেন দিয়াজদের।

ম্যাচের ৮০ মিনিটে ১০ জনের দল হয়ে যায় পর্তুগাল। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইলাম থর উইলামসন। তার ফায়দা তুলে নেন সৌদি আরবে পাড়ি জমানো রোনালদো।

গনকালো ইনাসিওর হেড থেকে বক্সের ডানপ্রান্তে বল পেয়ে যান রোনালদো। ডান পায়ের দুর্দান্ত এক শটে আইসল্যান্ডের জালে বল জড়িয়ে দেন তিনি। তবে রেফারিকে ভিএআর চেক করে গোলের সিদ্ধান্ত দিতে হয়।
 

Link copied!