• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

গোলের নতুন মাইলফলকে রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৩:২১ পিএম
গোলের নতুন মাইলফলকে রোনালদো
দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন রোনালদো। ছবি: সংগৃহীত

যেদিন থেকে ফুটবলকে পেশা হিসেবে নিয়েছেন, সেদিন থেকেই গোল ও রেকর্ড ক্রিশ্চিয়ানোর রোনালদোর কাছে নিত্যনতুন ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়। রোববার প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন এই ফরোয়ার্ড।

সৌদি আরবের প্রো ফুটবল লিগের এক ম্যাচে আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় রোনালদোর আল নাসর। প্রথম গোলটিই আসে রোনালদোর পা থেকেই। ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন রোনালদো। ক্লাব ও পর্তুগাল জাতীয় দল মিলিয়ে তার গোল এখন ৮৭৭টি।

আল শাবাবের বিপক্ষে ম্যাচের পর অবশ্য সমালোচনায় জড়ান রোনালদো। শাবাবের সমর্থকরা ‘মেসি মেসি’ স্লোগান দেয়। এতে সমর্থকদের উদ্দেশ্য করে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। ফলে সমালোচনার তোপেও পড়েছেন তিনি।

চলতি বছর চার ম্যাচ খেলে সবটিতেই জালের দেখা পেয়েছেন। টানা ৯ ম্যাচ করলেন গোল। ২২ গোল নিয়ে সৌদি লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে পর্তুগিজ তারকা।  
 

Link copied!