• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

বাবা হারানো শিশুকে বুকে জড়ালেন রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০১:০৭ পিএম
বাবা হারানো শিশুকে বুকে জড়ালেন রোনালদো

মাঠের ভেতর-বাহির দুই জায়গায়ই সমানভাবে আলোচিত পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার নানান রকম সামাজিক কাজ বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় তার সাহায্য প্রশংসার দাবিদার। এবার বাবা হারানো এক বাচ্চাকে উষ্ণ আলিঙ্গণে জড়ালেন সৌদি আরবে পাড়ি জমানো এই তারকা।

খুদে ভক্তের সঙ্গে রোনালদোর হৃদয় উষ্ণ মুহূর্ত ভাগ করে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নাবিল সাঈদ নামে ১০ বছর বয়সী শিশুটি তার বাবাকে হারিয়েছে।

সিরিয়ার শিশুটি রোনালদোর ভক্ত। এই খারাপ সময়ে তার নায়কের সঙ্গে দেখা করা তার জন্য একটি বিশাল সমর্থন ছিল। মসুল পার্কে আল-বাতিনের বিপক্ষে আল-নাসরের ম্যাচ দেখার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ম্যাচ শেষে রোনালদোর জন্য অপেক্ষারত শিশুটি তারকাকে পেয়ে জড়িয়ে ধরেন। তাকে বেশ খুশি লাগছিল।

ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিমধ্যে সিরিয়া ও তুরস্কের আক্রান্ত অঞ্চলের জন্য ওষুধ, খাবারের প্যাকেট, বিছানা, বালিশ, কম্বল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রে ভর্তি একটি বিমান পাঠিয়েছেন। তার সাম্প্রতিক কর্মকান্ড তার উদারতার পরিচয় দেয়।

Link copied!