• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

রোনালদো এবার ভোটই দেননি, জানাল ফিফা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৩:৫৫ পিএম
রোনালদো এবার ভোটই দেননি, জানাল ফিফা

সপ্তমবারের মতো  ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন পিএসজি ও আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি। প্যারিসে জমকালো আয়োজনে তার হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ানলুইজি ইনফান্তিনো।

প্যারিসে ফিফার দ্য বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারার মেলা হলেও উপস্থিত ছিলেন না লিওনেল মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু তা-ই নয়, পর্তুগালের অধিনায়ক হিসেবে বেস্ট অ্যাওয়ার্ডে নিজের ভোটও দেননি বর্তমান সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা এই ফুটবলার।

সাধারণত ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচনে জাতীয় দলের অধিনায়ক, কোচ ও সাংবাদিক এবং ফিফার ওয়েবসাইটে দেওয়া ফুটবলপ্রেমীরা ভোট দেওয়ার সুযোগ পান। ফিফা জানিয়ে দিয়েছিল, রোনালদো এবার ভোটই দেননি।

রোনালদোর বদলি হিসেবে পর্তুগালের পক্ষে ভোট দিয়েছেন পেপে। পেপের ভোট পড়েছে কিলিয়ান এমবাপ্পের বক্সে। দ্বিতীয় ও তৃতীয় ভোট পেপে দিয়েছেন লুকা মডরিচ ও করিম বেনজেমাকে।

পর্তুগালের নতুন কোচের ভোট অবশ্য মেসিই পেয়েছেন। কেভিন ডি ব্রুন দ্বিতীয় ও কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন তার দ্বিতীয় ও তৃতীয় ভোট।

Link copied!