• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

অস্ট্রেলিয়ার ওপর ক্ষুব্ধ রশিদ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৬:১৫ পিএম
অস্ট্রেলিয়ার ওপর ক্ষুব্ধ রশিদ খান
রশিদ খান। ছবি: সংগৃহীত

সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। তারা অজুহাত দেখিয়েছে, আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে।  আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের আওতায় আগস্টে সিরিজটি হওয়ার কথা ছিল নিরপেক্ষ ভেন্যুতে।

অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে এবার ক্ষোভ প্রকাশ করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। তার পরিষ্কার কথা, যেটা সরকারের বিষয়, সেটার জন্য কেন ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে?

রশিদ খান বর্তমানে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন। মঙ্গলবার আহমেদাবাদে ‘ক্রিকইনফো’র সঙ্গে আলাপে আফগান লেগস্পিনার অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, ‘এটা কষ্ট লাগার মতো ব্যাপার। আপনি সবসময় সেরা দলের বিপক্ষে খেলতে চাইবেন, ক্রিকেটে এভাবেই আস্তে আস্তে উন্নতি হয়। আমরা তাদের (অস্ট্রেলিয়া) বিপক্ষে কেবল বিশ্বকাপে খেলার সুযোগ পাই, দ্বিপাক্ষীয় সিরিজে নয়।’

এ নিয়ে তৃতীয়বারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করেছে। এর আগে ২০২১ সালে টেস্ট, ২০২৩ সালে ওয়ানডে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল।

অস্ট্রেলিয়ার এমন আচরণে হতাশ রশিদ হুমকি দিলেন দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার। ২০১৬-১৭ মৌসুম থেকে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তারকা এই লেগস্পিনার।

রশিদ বলেন, ‘আপনি আমার সতীর্থদের সঙ্গে খেলবেন না, আবার আমার সঙ্গে ঠিকই খেলতে চান। পার্থক্যটা কোথায়? এটার মানে তো, আমি আমার সতীর্থদেরও খাটো করলাম। আমার দেশকেও খাটো করলাম।’

আফগান অধিনায়ক যোগ করেন, ‘আফগানিস্তানে ক্রিকেটটাই মানুষকে আনন্দ দেয়। যদি আপনি মানুষের কাছ থেকে সেই আনন্দটাও কেড়ে নেন, তাহলে আরও বেশি মানুষকে আঘাত করলেন না?’

রশিদ বলেন, ‘অনেক কিছুই মনে আসছে। যদি আপনি আমার দলের বিপক্ষে না খেলেন, তবে কেন চাইবেন আপনার দেশে আমি খেলি? আমিও তো আপনার দেশে খেলতে না চাইতে পারি।’

 

 

Link copied!