• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৩:০৪ পিএম
ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী
ফাইল ফটো

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারত এরই মধ্যে তিন ম্যাচ জিতে রয়েছে পয়েন্ট টেবিলে সবার ওপরে। অস্ট্রেলিয়া-আফগানিস্তান-পাকিস্তান তিন দলকেই রোহিত শর্মার দল হারিয়েছেন হেসে-খেলে। এবার দারুণ ছন্দে থাকা দলটার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। যারা বিশ্বকাপ মিশনটা জয় দিয়ে শুরু করলেও হেরেছে পরের দুই ম্যাচ। পয়েন্ট টেবিলের সাত নম্বরে থাকা দলটি ভারতকে হারাতে পারলেই সাকিব আল হাসানদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তান অভিনেত্রী সেহার শিনওয়ারি। 

নিজের ভেরিফাইড টুইট পেজ থেকে  বাংলাদেশের ক্রিকেটারদের পক্ষে সমর্থন জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী। গত ১৫ অক্টোবর টুইট করেছিলেন সেহার। ভারতের বিপক্ষে পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারেননি এই অভিনেত্রী। তাই তিনি বাংলাদেশকে সমর্থন জানিয়ে ঢাকা আসার কথা জানালেন।

টুইটার

এই অভিনেত্রী টুইটারে লিখেছেন, “ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে, তাহলে আমি ঢাকায় গিয়ে বাঙালি ক্রিকেটার বন্ধুদের সঙ্গে ডিনারে মাছ খাব।”

টুইটার

গত ১৬ অক্টোবর অভিনেত্রী আগের টুইটের রেশ ধরে বলেন, “আমি বিশ্বাস করি, বাংলাদেশ ভারতকে হারাতে পারবে। দরকার হলে আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখুন, পরে দেখাবেন আমাকে।”

Link copied!