• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

শানাকা নেই লঙ্কান ওয়ানডে দলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৬:১০ পিএম
শানাকা নেই লঙ্কান ওয়ানডে দলে
দাসুন শানাকা। ছবি: সংগৃহীত

সফরকারী দল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যেও স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। এই অলরাউন্ডার ছাড়াও সর্বশেষ জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান নুয়ানিডু ফার্নান্ডো ও লেগ স্পিনার জেফরি ভ্যানডারসে। দলে ফিরেছেন অলরাউন্ডার চামিকা করুনারত্নে ও ওপেনিং ব্যাটসম্যান শেভন ড্যানিয়েল।

শানাকার ওয়ানডে ক্রিকেট দল থেকে বাদ পড়ায় বিস্ময়ের কিছু নেই। এই সংস্করণে সর্বশেষ ২১ ইনিংসে তার অর্ধশতক মাত্র ১টি, গড় ১২.২৫। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেই অধিনায়কত্ব হারান এই অলরাউন্ডার। তবে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন।

সেখানে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ৮ ও ৭ রান করার পর তৃতীয় ওয়ানডেতে দল থেকে বাদ পড়েন। তার জায়গায় ওয়ানডে দলে এসেছেন করুনারত্নে। তার তিনি জিম্বাবুয়ে সিরিজে ছিলেন না। এখন পর্যন্ত তিনি ওয়ানডে খেলেছেন ২৬টি। উইকেট নিয়েছেন ২৪টি, রান করেছেন ৭৬৫।

আফগানিস্তানের বিপক্ষে নেতৃত্বে থাকছেন যথারীতি কুশল মেন্ডিস। বিশ্বকাপে শানাকার চোটে আপৎকালীন দায়িত্ব পেয়েছিলেন তিনি। সেই থেকেই মেন্ডিস শ্রীলঙ্কার ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন।

শ্রীলঙ্কা ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিত আসালাঙ্কা, পাতুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচচিগে, শেবন ড্যানিয়েল, জানিত লিয়াঙ্গে, চামিকা করুনারত্নে, মহিশ তিকশানা, দিলশান মাদুশাঙ্কা, দুষ্মন্ত চামিরা, দুনিত ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, আকিলা ধনাঞ্জয়া ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
 

Link copied!