• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ, ১৪৪৪

পাকিস্তান সফরের জন্য নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০৩:৩৮ পিএম
পাকিস্তান সফরের জন্য নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

নিউজিল্যান্ড ক্রিকেট সোমবার পাকিস্তানে তাদের আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। তবে এটি একটি পূর্ণ শক্তির দল নয়।

কারণ টিম সাউদি, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল এবং লকি ফার্গুসনকে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে অংশগ্রহণের ছাড়পত্র দেওয়া হয়েছে। সুতরাং তারা এই সিরিজে খেলবেন না। এদিকে, অভিজ্ঞ কেন উইলিয়ামসন আইপিএল খেলতে গিয়ে হাঁটুর চোটের কারণে বাদ পড়েছেন।

মাত্রই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ স্বাগতিকরা ২-০ ব্যবধানে জিতেছে। স্কোয়াডে রয়েছেন কোল ম্যাককনচি এবং বেঞ্জামিন লিস্টার, যাদের এখনও ওডিআই ম্যাচে অভিষেক হয়নি। বিভিন্ন ফরম্যাট জুড়ে ম্যাককনচি এই মৌসুমে নিউজিল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতায় শীর্ষ স্কোরারদের একজন। তিনি দলে মূল্যবান সংযোজন।

এছাড়াও, ব্ল্যাক ক্যাপসরা পাকিস্তানের আইকন সাকলাইন মুশতাককে তাদের সহকারি কোচ হিসেবে যুক্ত করেছে। সাকলাইন ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ ছিলেন।

পাকিস্তান সফরের জন্য নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লুন্ডেল, চ্যাড বোয়েস, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলাস, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

Link copied!