মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি জিততে বাংলাদেশকে করতে হবে ২৫৫ রান। টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকদের বিপক্ষে সবগুলো উইকেট হারিয়ে ২৫৪ রান করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে টম ব্লান্ডেল সর্বোচচ ৬৮ রান করেন। টাইগারদের হয়ে খালেদ আহমেদ ও শেখ মেহেদী নেন তিনটি করে উইকেট।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড ইনিংসের তৃতীয় ওভারে উইল ইয়াংকে সাজঘরে পাঠিয়েছেন মুস্তাফিজুর রহমান। ওভারের তৃতীয় বলে মুস্তাফিজের করা শর্ট ডেলিভারিতে কাটা পড়েন ইয়াং, ক্যাচ দেন উইকেটরক্ষক লিটনের হাতে। প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাট করা ইয়াং এই ম্যাচে করেছে ৮ বলে শূন্য রান।
এরপরের ওভারেই দ্যা ফিজ তুলে নেন আরেক ওপেনার ফিন অ্যালনের উইকেট। মোস্তাফিজের বলে স্লিপে সৌম্য সরকারের দারুণ ক্যাচে আউট ফিন অ্যালেন। আউট হন ১৫ বলে ১২ রান করে।
মুস্তাফিজের সঙ্গে এবার উইকেট নেওয়ার দৌড়ে যোগ দেন অভিষিক্ত খালেদ আহমেদ। তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বল। পুল করে চার মারেন চ্যাড বস। পঞ্চম বল। আরেকবার পুল করতে গিয়ে মিডউইকেটে তাওহিদ হৃদয়ের হাতে ধরা বস। অবশ্য পুলের চেয়ে এ শটকে শর্ট আর্ম জ্যাব বলাই ভালো। তবে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম উইকেটটি পেতে খুব একটা অপেক্ষা করতে হলো না খালেদকে। অষ্টম ওভারে এসে তৃতীয় উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
তবে চতুর্থ উইকেট জুটিতে টাইগার বোলারদের উপর প্রতিরোধ গড়েন নিউজিল্যান্ড। এই উইকেট জুটিতে ব্লান্ডেল ও নিকোলস ১০০ বলে তোলেন ৯৫ রান। এর ফাঁকে নাসুমের করা ২৬তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ফিফটি করেন ব্লান্ডেল। ৫৪ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পেয়েছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান।
২৭তম ওভারে ছিল নিকোলসের ফিফটির অপেক্ষা। সেটি আর পাওয়া হলো না তার। খালেদের অফ স্টাম্পের বাইরের লেংথ বলে আলগা শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন নিকোলস। অতি-আত্মবিশ্বাসী শট বলা যায়। নিকোলস থেমেছেন ৪৯ রানেই। টানা দ্বিতীয় ম্যাচে ৪০ পেরিয়েও ৫০ পাওয়া হলো না তার। দলীয় ১৫৭ রানের সময় ১০ রান করা রাচিন রবীন্দ্রকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন স্পিনার মেহেদী হাসান।
একপ্রান্ত আগলে রাখা ব্লান্ডেলকে ফেরান আগের রাতে দলে ডাক পাওয়া হাসান মাহমুদ। ব্লান্ডেল থামেন ৬৬ বলে ৬৮ রান করে। টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ উইকেট ছিল এটি।
২০ রান করা ম্যাকনকি এলবিডব্লিউ হলেন ৩৯তম ওভারের প্রথম বলেই। নাসুমকে ব্যাকফুটে খেলতে গিয়ে এলবির শিকার হন তিনি। সপ্তম উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। এরপরিই শঙ্কা জাগে ব্ল্যাকক্যাপসদের স্কোর পার হবে তো দুইশ।
শেষদিকের ব্যাটসম্যানদের ছোট ছোট জুটি বাংলাদেশের বিপক্ষে লড়াকু এক স্কোর দাঁড় করান নিউজিল্যান্ড। অষ্টম উইকেটে কাইল জেমিসন ও ইশ সোধি যোগ করেন ৪০ বলে ৩২ রান। এরপর ২০ রান করা জেমিসনকে কট এন্ড বোল্ড করেন শেখ মেহেদী। এরপর অধিনায়ক লকি ফার্গুসনের সঙ্গে ২১ রানের জুটি গড়েন স্পিনার সোধি।
তবে এরমাঝে ঘটে যায় এক নাটক। ৪৬ তম ওভারে বল হওয়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া নিউজিল্যান্ড ব্যাটসম্যান ইশ সোধিকে ননস্ট্রাইক প্রান্তে রানআউট করেছিলেন বাংলাদেশ বোলার হাসান মাহমুদ। টেলিভিশন আম্পায়ার রানআউট দেওয়ার পর উঠে যেতে থাকা সোধিকে ডেকে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে আজ দেখা গেছে এ দৃশ্য। এরপর ব্যক্তিগত ১৩ রানে ফার্গুসন যখন বিদায় নেন তখন দলীয় রান ২৪০। শেষ উইকেটে ট্রেন্ট বোল্টকে নিয়ে সোধি যোগ করেন আরও ১৪ রান। ৪৯ ওভার ২ বলের সময় ৩৫ রান করা সোধিকে ফেরান অভিষিক্ত খালেদ আহমেদ।