বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস মাঠে নামছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ড। বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচটি শুরু হবে সোমবার (৯ অক্টোবর) হায়দরাবাদে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বিশ্বকাপের প্রথম ম্যাচ কিউইরা জয় দিয়ে শুরু করলেও নেদারল্যান্ড হার দিয়ে শুরু করেছে।
নেদারল্যান্ডস দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছেন। এই ম্যাচেও নেই কিউইদের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। তার পরিবর্তে দলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। এছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার জিমি নিশাম।
নিউজিল্যান্ড একাদশ :
টম লাথাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার ও উইল ইয়ং।
নেদারল্যান্ডসের একাদশ :
স্কট এডওয়ার্ড (অধিনায়ক), ম্যাক্স ও`ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিক্রিন, কলিন আকারম্যান, রোল্ফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন ও সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেট।