• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নিউজিল্যান্ড শিবিরে মুস্তাফিজের জোড়া আঘাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৪:৫২ পিএম
নিউজিল্যান্ড শিবিরে মুস্তাফিজের জোড়া আঘাত
ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ। ম্যাচের পরিধি নামিয়ে নিয়ে আসা হয়েছে ৪২ ওভারে। ম্যাচ শুরুর পরই মুস্তাফিজের আঘাত। তিনি ফেরান ফিন অ্যালেনকে। ৯ রান করে ফেরেন কিউই এই ওপেনার। এরপর বিদায় নেন ১ রান করা চ্যাড বোয়েজ। তার তার উইকেট শিকারির নাম মুস্তাফিজ। এই প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ ওভার ১ বলে ২ উইকেটে ২১ রান।

টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ব্যাট হতে দলটির ওপেন করতে আসেন ফিন অ্যালেন ও উইল ইয়াং। আর বাংলাদেশর হয়ে বল হাতে শুরুটা করেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে এই দুই ওপেনার তোলেন ২ রান। দ্বিতীয় ওভারে অন্যপ্রান্তে বল হাতে দারুণ শুরু করেন তানজিম হাসান সাকিব। শুরু থেকেই আউটসুইং পাচ্ছেন তিনি। দ্বিতীয় ওভারের শেষ বলে উইল ইয়াংকে ‘বিট’ও করেছেন। লেগ বাইসহ ৪ রানে ভালো শুরু পেলেন তানজিম। বাংলাদেশের নিয়ন্ত্রিতি বোলিংয়ের সামনে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারছেন না কিউই দুই ওপেনার। এরপর ম্যাচে হানা দেয় বৃষ্টি। দুই ঘণ্টার মতো খেলা বন্ধ থাকার পর মাঠে গড়ায় ম্যাচ। কাটা হয় আট ওভার।

৪ ওভার ৩ বলের সময় বন্ধ হয় খেলা। অসমাপ্ত পঞ্চম ওভার করতে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। শেষ বলে ইনিংসের প্রথম বাউন্ডারিটি মেরেছেন ফিন অ্যালেন। ফুললেংথে ছিল, অ্যালেন তুলে মেরেছেন মিড অফ দিয়ে। সাকিবকে সরিয়ে বল হাতে নাসুম আহমেদকে আক্রমণে আনে লিটন দাস। টার্ন ও বাউন্সের দেখা পেয়েছেন শুরু থেকেই। প্রথম চার বলে পরাস্ত হয়েছেন ইয়াং, পঞ্চম বলে ইনসাইড-এজ হলেও বেঁচে গেছেন। নুরুল কঠিন সুযোগটি নিতে পারেননি। নাসুম শুরু করেছেন মেডেনে।

বিরতির আগেও ঠিক স্বস্তিতে ছিলেন না অ্যালেন। ফিরলেন মুস্তাফিজের বলে। উইকেটের পেছনে ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন দলে ফেরা নুরুল, আগের ওভারে কঠিন একটি সুযোগ হাতছাড়া করেছিলেন যিনি। সপ্তম ওভারে প্রথম উইকেট নেই নিউজিল্যান্ডের, ১৪ রানের মাথায়।

পরের ওভারেও মুস্তাফিজের আরেকটি উইকেট। চ্যাড বোয়েজকে ফেরান দা ফিজ। সোহানের হাতে ক্যাচ দেওয়ার আগে চ্যাড করেন ১ রান। দলের রান ১৬ রানে দুই উইকেট।

Link copied!