• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় মুশফিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৯:৫৯ এএম
শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় মুশফিক

প্রথম দিনের খেলা শেষে আম্পায়ার যখন বেলস ফেলে দেন, মুশফিকুর রহিম তখনও ৯৯ রানে অপরাজিত। একটি রানের জন্য তাই অপেক্ষা করতে হয় ১৭ ঘণ্টার বেশি। তবে আবার মাঠে বেশি অপেক্ষা করেননি মুশফিক। প্রথম ওভারেই তিনি করে ফেললেন ইতিহাসগড়া সেঞ্চুরি।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই কাঙ্খিত মাইলফলক স্পর্শ করেন মুশফিক। দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে শতক করে ইতিহাসের পাতায় নিজের নাম তুলে রাখলেন অভিজ্ঞ ব্যাটার।

টেস্ট ইতিহাসে শততম ম্যাচ খেলতে নেমে মুশফিকের আগে সেঞ্চুরি করা ব্যাটার ১০ জন। এবার তিন অঙ্ক ছুঁয়ে যেন একাদশ পূর্ণ করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

১৯৬৮ সালে প্রথম নিজের শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন কলিন কাউড্রি। এরপর একে একে এই তালিকায় যুক্ত হন গর্ডন গ্রিনিজ, জাভেদ মিঁয়াদাদ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম উল হক, রিকি পন্টিং (দুই ইনিংসেই), গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নার।

এই দশজনের মধ্যে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন রুট ও ওয়ার্নার। ২০২২ সালে শততম টেস্টে শতকের তালিকায় যোগ দেন ওয়ার্নার। মুশফিকের সামনে এবার রুট ও ওয়ার্নারের সঙ্গী হওয়ার সুযোগ।

শততম টেস্টে মুশফিকের চেয়ে বেশি বয়সে সেঞ্চুরি আছে শুধু গর্ডন গ্রিনিজ। ক্যারিবিয়ান কিংবদন্তি শততম টেস্ট খেলতে নেমেছিলেন ৩৮ বছর ১১ মাস ১২ দিন বয়সে। এই ম্যাচের শুরুতে মুশফিকের বয়স ৩৮ বছর ৬ মাস ১১ দিন।

টেস্ট ক্যারিয়ারে সব মিলিয়ে মুশফিকের এটি ১৩তম সেঞ্চুরি। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে এটিই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। ৭৫ টেস্টে ১৩টি সেঞ্চুরি আছে বাঁহাতি অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকেরও।

প্রথম দিন প্রথম সেশনে ব্যাটিংয়ে নামতে হয়েছিল মুশফিকের। ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে তখন কিছুটা চাপে বাংলাদেশ। সেখান থেকে মুমিনুলের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ে প্রাথমিক প্রতিরোধ গড়েন মুশফিক।

মুমিনুল ৬৩ রান করে আউট হয়ে গেলে লিটন কুমার দাসের সঙ্গে জুটি বাধেন মুশফিক। প্রথম দিনে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৯০ রান।

সেঞ্চুরি ছোঁয়ার পথে একদমই ঝুঁকি নেননি অভিজ্ঞ ব্যাটার। সাবধানী ব্যাটিংয়ে রয়েসয়ে খেলে ১৯৫ বলে মাত্র ৫ চার মেরে কাঙ্খিত মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

Link copied!