সাফে শুরুটা ভালো হয়নি বাংলার জুনিয়রদের। শনিবার (২ সেপ্টেম্বর) ভুটানের থিম্পুতে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ অ-১৬ দলটি মূলত বাফুফের এলিট একাডেমির। অনেক দিন থেকেই এই দলটি এক সঙ্গে অনুশীলন করছে। ভারতীয় জুবাদের সঙ্গে তাল মিলিয়ে খেলেও যান তারা। তবে শেষ পর্যন্ত হার সঙ্গী হয় তাদের।
ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ সুযোগ পেয়েও লক্ষ্যে শট নিতে পারেনি। বিরতির ঠিক আগে মনে হচ্ছিল বাংলাদেশের অনুকূলে পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি। তবে কুলিং ব্রেকের পর ফ্রি কিকের সিদ্ধান্ত হয়। তা থেকে সুযোগ কাজে লাগানো যায়নি।
৫৩ মিনিটে বাংলাদেশের একটা শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৭৩ মিনিটে স্যামশনের ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসে।
পরের মিনিটে ভারত এগিয়ে যায়। যদিও বাংলাদেশের এক ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যায় ভারতের খেলোয়াড়। তাদের একজনের শট গোলকিপার প্রতিহত করলেও ফিরতি বলে ফাঁকায় উশাম সিংয়ের প্লেসিং শট জড়িয়ে যায় জালে।
প্রতি আক্রমণে জটলা থেকে বাংলাদেশ গোল শোধ দিতে পারেনি। কাটব্যাক থেকে ৬ গজ দূরত্বে বল পেয়ে শট নেওয়ার আগেই গোলকিপার তালুবন্দি করেন।
৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।