• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ১ জ্বিলকদ ১৪৪৫

মেসির জোড়া গোলে সুপার সিক্সটিনে মিয়ামি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ১২:৩৮ পিএম
মেসির জোড়া গোলে সুপার সিক্সটিনে মিয়ামি
ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে চলছে লিওনেল মেসি জাদু। মেসি আসার আগে যে দলটি ঘুরপাক খাচ্ছিল হারের বৃত্তে, তারাই এখন জয় পাচ্ছে একের পর এক। গ্রুপ পর্বের দুই ম্যাচে তিন গোল করা মেসি জোড়া গোল পেয়েছেন ‘রাউন্ড অব থার্টি টু’তেও। বিশ্বকাপজয়ী এই ফুটবলারের জোড়া গোলে ভর করে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মিয়ামি। পিএসজি ছাড়ার পর বলেছিলেন সেখানে তিনি খেলাটা তেমন উপভোগ করেননি। কিন্তু মিয়ামিতে আবারও ফিরে এসেছে মেসি-ঝলক। তাই বলাই যাচ্ছে, এখনকার সময়টা বেশ উপভোগ করছেন তিনি।

এদিন অবশ্য হ্যাটট্রিকও করতে পারতেন তিনি। মিয়ামির দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে। ৫১ মিনিটে পাওয়া পেনাল্টিটি মেসি নিজে না নিয়ে সুযোগ দেন ভেনেজুয়েলান স্ট্রাইকার জোসেফ মার্টিনেজকে। এ ছাড়া সাতবারের ব্যালন ডি’অর-জয়ীকে অবিশ্বাস্যভাবে রুখে দিয়েছেন সিটির গোলরক্ষক পেদ্রো গ্যালাসেও। মেসির ফ্রি-কিক ফিরিয়েছেন দারুণ দক্ষতায়।

সিটির বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিয়ামি। ম্যাচের সপ্তম মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন মেসি। রবার্ট টেইলরের চিপ থেকে গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তি।

তবে লিডটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, ১০ মিনিট পরই ভিলচেজের গোলে সমতা আনে অরল্যান্ডো।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে ইন্টার মিয়ামি। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি পায় ক্লাবটি। অধিনায়ক মেসির স্পট কিক নেওয়ার সুযোগ করে দেন জোফেস মার্টিনেজকে। অধিনায়ককে হতাশ করেননি মার্টিনেজ। গোল করে স্কোরলাইন ২-১ করে দেন তিনি।

৬৩ মিনিটে মেসি ও সের্হিও বুসকেতসের একসময়ের বার্সা সতীর্থ জর্দি আলবাকে বদলি হিসেবে মাঠে নামান মিয়ামি কোচ জেরার্দো মার্তিনো। তাতেই একসময়ের তিন সতীর্থের পুনর্মিলন হলো।

ম্যাচের ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। মার্টিনেজের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন এই আর্জেন্টাইন। ম্যাচের শেষ দিকে অরল্যান্ডো সিটি একটি গোল পরিশোধ করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

Link copied!