• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সিলেটে জোড়া সেঞ্চুরি করা মেন্ডিস আইসিসির মাসসেরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪, ০৩:০৫ পিএম
সিলেটে জোড়া সেঞ্চুরি করা মেন্ডিস আইসিসির মাসসেরা
কামিন্দু মেন্ডিস। ছবি : সংগৃহীত

সিলেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত পারফর্ম করে আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু মেন্ডিস। তিনি পেছনে ফেলেছেন আয়ারল্যান্ডের মার্ক আদির ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে।

গেল মাসে সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেন মেন্ডিস। প্রথম ইনিংসে যখন লঙ্কানরা ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল, তখন সফরকারীদের ত্রাণকর্তা হিসেবে পিচে আসেন মেন্ডিস। ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে জুটি করে নিজের দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন তিনি।

ওই ইনিংস ১০২ রানের ইনিংস খেলেন মেন্ডিস। শ্রীলঙ্কাকে নিয়ে যান ২০৮ রানে। এরপর প্রথম ইনিংসে ভালো রানের একটি লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের হয়ে আবারও সেঞ্চুরি হাঁকান মেন্ডিস। এবার তার ব্যাট থেকে আসে ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস।

অর্থাৎ এক টেস্টেই দুটি সেঞ্চুরি হাঁকালেন মেন্ডিস। এই টেস্টে একটি দারুণ রেকর্ডও করে ফেলেন লঙ্কান ব্যাটার। ৭ নম্বরে বা তার নিচে নেমে এক টেস্টে দুই সেঞ্চুরি হাঁকানোর বিরল কীর্তি গড়েন তিনি। এতেই আইসিসির মাসসেরা নির্বাচিত হন মেন্ডিস।

 

 

Link copied!