• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ইনজুরির কারণে ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০৬:৪১ পিএম
ইনজুরির কারণে ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে আগে চোটে পড়েন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সেই চোট থেকে পুরোপুরি ফিট না হলেও তাকে অজিদের বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়। দলের সঙ্গে আসেন ভারতে এসে বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচগুলোতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ম্যাক্সওয়েল। তবে সবশেষ দুই ম্যাচে এই অলরাউন্ডার ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। নিজেদের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। তবে তার ভালো সময় দীর্ঘতম হলো না ইনজুরির কারণে আবার একাদশ থেকে ছিটকে যেতে হলো এই অলরাউন্ডারকে।

ম্যাক্সওয়েলের ইনজুরিটা ক্রিকেট মাঠে নয়, গলফ খেলতে গিয়ে তিনি মাথায় আঘাত পেয়েছেন। ফলে ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৪ নভেম্বরের ম্যাচ খেলতে পারবেন না তিনি। এরপর ইংলিশদের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। প্যাট কামিন্সরা এই ম্যাচে ম্যাক্সওয়েলের সার্ভিস পাবেন।

সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সেদিনও এই তারকা অলরাউন্ডার কার্যকরী একটি ইনিংস খেলেছিলেন। ২৪ বলে ৪১ রানের পর বল হাতে নিয়েছিলেন কিউই সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র’র গুরুত্বপূর্ণ উইকেট। পরে অজিরা ম্যাচটি জিতে নেয় ৫ রানে। এরপর কয়েকদিন বিরতি পেয়েছিল অজিরা। ওই বিরতিতে অজি দলের অনেকেই গলফ খেলতে গিয়েছিলেন। খেলা শেষ করে ফেরার জন্য গলফ কোর্টের গাড়িতে উঠেছিলেন ম্যাক্সওয়েল। হঠাৎ সেখান থেকে তিনি পড়ে যান।

জানা গেছে, মাথায় আঘাত পেয়েছেন ম্যাক্সওয়েল। কনকাশনের নতুন নিয়ম অনুযায়ী, আগামী ৬-৮ দিন তাকে বিশ্রামে থাকতে হবে। এর আগের বছর গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন অজি উইকেটকিপার জস ইংলিস এবং ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টো। সেই ইনজুরির কারণে দুইজনই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিটকে পড়েন।

নতুন করে পাওয়া ম্যাক্সওয়েলের চোটের ব্যাপারে অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, “সে তার চোটের কথা জানানোর ব্যাপারে সৎ ছিল। সে ভালো করছে এবং আজ (১ নভেম্বর) হালকা ব্যায়াম করবে। ভাগ্যিস এর থেকে বড় কোনো ইনজুরিতে তাকে পড়তে হয়নি। ব্যাটে-বলে দুর্দান্ত করছে সে।”

Link copied!