• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ইন্টারকে হারিয়ে ম্যানসিটির ট্রেবল জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০৮:০৬ এএম
ইন্টারকে হারিয়ে ম্যানসিটির ট্রেবল জয়

ইস্তাম্বুলে ইন্টার মিলানকে গুড়িয়ে দিয়ে স্বপ্নের ‘ট্রেবল’ জয় করল পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। রদ্রিগোর একমাত্র গোলে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা ঘরে তুলল হল্যান্ড-গুন্দোগানরা। চতুর্থ ইংলিশ ক্লাব হিসেবে জিতল উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি।

শনিবার (১০ জুন) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ম্যানসিটি। তবে ইন্টারের রক্ষণভাগ ভেদ করতে পারেনি সিটিজেনরা। ম্যাচের ২৮ মিনিটের মাথায় সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় দলটির তারকা আর্লিং হল্যান্ড। পাল্টা আক্রমণের চেষ্টা করে ইন্টার মিলানও। কিন্তু কোনো দলই গোল করতে না পারায় গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর জমে ওঠে খেলা। স্টেডিয়াম জুড়ে সমর্থকদের উত্তেজনা। আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে ওঠে উভয় দল। ম্যাচের ৫৮ মিনিটে ম্যানসিটি গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। এবার ম্যানসিটিকে আনন্দে ভাসান রদ্রিগো। ৬৮ মিনিটের মাথায় রদ্রিগোর গোলে ১-০ তে এগিয়ে যায় নীল-আকাশি জার্সিধারীরা।  

গোল পরিশোধের সুযোগ পায় ইন্টার মিলানও। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় ৭০ মিনিটে ফেদেরিকা ডিমারকোর শট গোলবারে লেগে ফিরে আসে। ফিরতি বল আবার শট নেন ডিমারকো। সেই ফিরতি শট এবার লুকাকুর পায়ে লেগে বাইরে চলে যায়। দারুণ এক সুযোগ মিস করে ইনজাগির দল। ৮৭ মিনিটের মাথার লুকাকুর হেড ঠেকিয়ে দেন ম্যানসিটি গোলকিপার এডারসন। ম্যাচের অতিরিক্ত সময়েও গোল শোধ করতে পারেনি মার্তিনেজরা। ফলে ১-০ গোলে জিতে যায় গার্দিওয়ালার শিষ্যরা। ম্যান সিটি জিতে নেয় প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এর আগে ঘরের মাঠে  প্রিমিয়ার লিগ, এফএ কাপের শিরোপা জিতেছে ক্লাবটি।

স্বপ্নের ট্রেবল জয়ের মধ্যে গার্দিওয়ালা একমাত্র কোচ হিসেবে দ্বিতীয়বার ট্রেবল কৃতিত্ব অর্জন করলেন। আবার দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবলও জিতল ম্যান সিটি।

Link copied!