• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

ম্যানচেস্টার সিটির টানা ষষ্ঠ জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০৯:৫৯ এএম
ম্যানচেস্টার সিটির টানা ষষ্ঠ জয়
ছবি: সংগৃহীত

বুধবার রাতে সার্বিয়ার রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে শতভাগ সাফল্যে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের গ্রুপ পর্ব শেষ করল পেপ গুয়ার্দিওলার দল। প্রতিপক্ষের মাঠে ‘জি’ গ্রুপের শেষ রাউন্ডে পাঁচ গোলের লড়াইয়ে ৩-২ ব্যবধানে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি । 

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সিটির নকআউট পর্বের টিকেট নিশ্চিত হয়েছিল আগেই। চলতি আসরে দ্বিতীয় দল হিসেবে গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবগুলো জিতল তারা। 

১৯তম মিনিটে গোলের জন্য প্রথম শটেই সাফল্য পায় সিটি। মাথিয়াস নুনেসের পাস বক্সের বাইরে পান  মাইকা হ্যামিল্টন। ভেতরে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের জোরাল শটে লক্ষ্যভেদ করেন ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার।

৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হারান নুনেস। ভালো পজিশনে বল পেয়েও বাইরে মারেন অরক্ষিত পর্তুগিজ মিডফিল্ডার। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে হ্যামিল্টনের নিচু ক্রসে দূরের পোস্টে স্লাইডে পা ছোঁয়াতে পারেননি বব।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দুটি সুযোগ পায় বেলগ্রেড। ডাবল সেভ করে জাল অক্ষত রাখেন সিটির গোলরক্ষক স্তেফান ওর্তেগা।

৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বব। রিকো লুইসের পাস ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন নরওয়ের ২০ বছর বয়সী স্ট্রাইকার।

৭০তম মিনিটে বেলগ্রেডের একটি প্রচেষ্টা পোস্টে বাধা পায়। এর চার মিনিট পর গোলের দেখা পায় দলটি। সতীর্থের পাস বক্সে পেয়ে নিচু শটে সমতা টানেন হোয়াং ইন-বিওম।

৮৪তম মিনিটে বেলগ্রেডের বক্সে হ্যামিল্টন ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। সফল স্পট কিকে ব্যবধান আবার বাড়িয়ে নেন কেলভিন ফিলিপস।

৮৮তম মিনিটে স্বাগতিকদের আরেকটি প্রচেষ্টা পোস্টে বাধা পায়। যোগ করা সময়ের শুরুতে দ্বিতীয় দফা ব্যবধান কমায় দলটি। গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা আলেক্সান্দার কাতাই।

 

Link copied!