• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০১:১৮ পিএম
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ
ফাইল ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের প্রথম পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মালদ্বীপকে। আগামী ১২ ও ১৭ অক্টোবর হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে বাংলাদেশ ও মালদ্বীপ পরস্পরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচে এগিয়ে থাকা দল নিশ্চিত করবে দ্বিতীয় রাউন্ডে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই ড্র অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ সালের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল।

র‌্যাঙ্কিংয়ে মালদ্বীপ থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে মালদ্বীপের স্থান যেখানে ১৫৫তম, সেখানে বাংলাদেশ অবস্থান করছে ১৮৯ নম্বরে। তবে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে হারানোর সুখস্মৃতি আছে জামাল ভূঁইয়াদের। তাই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা করতেই পারে বাংলাদেশ।

৬ দলের দ্বিতীয় রাউন্ডে প্রত্যেক গ্রুপে ৪টি করে দল নিয়ে মোট ৯টি গ্রুপ হবে। সেক্ষেত্রে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আরও ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে চলতি বছরের ১৬ নভেম্বর থেকে ২০২৪ সালের ১১ জুন পর্যন্ত।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য এশিয়ার ৪৬টি দল নাম দেয়। ২০ জুলাই ঘোষিত ফিফা র‌্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ ২৬ দল বিশ্বকাপ ও এশিয়া কাপের রাউন্ড ২ বাছাই থেকে খেলবে। এশিয়ার র‌্যাঙ্কিংয়ে ২৭ থেকে ৪৬ এ অবস্থান করা দলগুলোকে রাউন্ড ১ খেলতে হবে।

নিচের বিশ দলকে দুই পটে বিভক্ত করে এএফসি। বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে ৪১ নম্বর হওয়ায় দ্বিতীয় পটে ছিল। ড্রয়ের দুই নম্বর পেয়ারিংয়ে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পেয়ে যায়।

Link copied!