দক্ষিণ আফ্রিকার বিপক্ষ সিরিজের চতুর্থ ওয়ানডেতে হাতে চোট পেয়েছিলেন অজি ওপেনার ট্রাভিস হেড। তার হাতে চিড় ধরা পড়ায় ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন হেড। এমনকি আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রথমার্ধেও এই মারকুটে ব্যাটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। যে কারণে বিশ্বকাপে দলের দরজা খুলে যেতে পারে মার্নাস লাবুশেনের জন্য।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও টানা তিন ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। তবে তার চেয়েও বড় আঘাত হয়ে এসেছে ট্রাভিস হেডের ইনজুরি। ফর্মে থাকা এই বাঁহাতি ওপেনার চতুর্থ ওয়ানডের সময় জেরাল্ড কোয়েতজির বলে হাতে আঘাত পান। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিংয়ে নামলেও ব্যথা বেড়ে যাওয়ায় তিনবল পরই মাঠ ছাড়তে হয় দারুণ ছন্দে থাকা এই ব্যাটারকে। এই চোট তাকে ভারত সফরের দল থেকে ছিটকে তো দিয়েছেই, এমনকি তার বিশ্বকাপ খেলাও এখন সংশয়ের মুখে। বিশ্বকাপের প্রথমার্ধে তাকে যে অজিরা পাচ্ছেন না তা নিশ্চিত।
তবে বিশ্বকাপের পরের দিকেও তাকে পাওয়া যাবে কিনা তা নিয়েও সংশয় আছে। তাই বিশ্বকাপের দল নিয়ে নতুন করে ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতে ভারতের মাটিতে বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারেন মার্নাস লাবুশেন। এমন ইঙ্গিতই দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডের পর ম্যাকডোনাল্ড বলেন, “হেড কবে ফিরতে পারবে এই মুহূর্তে পরিষ্কার নয়। ভালো খবর হচ্ছে, ওর অস্ত্রোপচার লাগছে না। তবে এতে কোনো সন্দেহ নেই যে বিশ্বকাপের প্রথমার্ধে ওকে পাওয়া যাচ্ছে না। যে কারণে ১৫ জনের মধ্যে রাখা হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আছে।”
হেডের বদলি হিসেবে কাউকে নিলে যে লাবুশেনের সম্ভাবনাই সবচেয়ে বেশি, সে ইঙ্গিতও দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ। অজি কোচ বলেন, “নির্বাচক প্যানেলের হয়ে আমার বলা সাজে না, ওর জন্য ১৫ জনের দলের দুয়ার বন্ধও করে দিতে পারি না। তবে এটা নিঃসন্দেহ যে বদল করা হলে তারই (লাবুশেন) সম্ভাবনা বেশি।”
লাবুশেন যে বিবেচনায় ভালোভাবে আছেন তার প্রমাণ ভারত সফরের দল। ১৮ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।