চলতি এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ওমানের মাসকাটে। টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেছে। অবশ্য বাংলাদেশের প্রাপ্তি আছে আরও। জুনিয়র এশিয়া কাপের টিকিটও নিশ্চিত করেছে লাল-সবুজের দেশ।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে হারায় হংকংকে। এই ম্যাচে প্রতিপক্ষকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। সোমবার গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ৮ দেশ নিয়ে। এর মধ্যে শীর্ষ ৪ দল খেলবে এ বছর অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপে। `বি` গ্রুপ থেকে এরই মধ্যে বাংলাদেশ ও উজবেকিস্তান এই যোগ্যতা অর্জন করেছে।
বাংলাদেশ ও উজবেকিস্তান মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে।