• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানকে ২০০-এর নিচে আটকে দিল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ০৫:৫৭ পিএম
পাকিস্তানকে ২০০-এর নিচে আটকে দিল ভারত
ভারত দল। ছবি : সংগৃহীত

নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট হাতে ছন্দহীন ছিল পাকিস্তানের ব্যাটাররা। রোহিত দের দলের বিপক্ষে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাবর আজমের দল। তখনও ম্যাচের বাকি ছিল ৭ ওভার ১ বল ওভার। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক বাবর আজম।

ব্যাট হাতে পাকিস্তানের উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। মোহম্মাদ সিরাজের ব্রেক থ্রুতে বিদায় নেন ২০ রানে থাকা শফিক। এরপর দলীয় স্কোরবোর্ডে ৩২ রান যোগ করতেই বিদায় নেন পাকিস্তানের আরেক ওপেনার ইমাম। ৩৬ রান করা এই বাঁ হাতি ব্যাটারকে ফেরান হার্ডিক পান্ডিয়া।

এরপর বাবর আজমের সঙ্গে তৃতীয় উইকেটে ৮২ রানের দারুণ এক জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। এর মাঝেই ফিফটি করে ফেলেন বাবর। তবে এরপরই তার বিদায়। ৫০ রান করা পাকিস্তান অধিনায়কের উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ। দলীয় রান তখন ১৫৫ রান।

এরপরই ছন্দপতন ঘটে পাকিস্তানের ব্যাটে। আর ১৬ রান যোগ করতেই নেই পাকিস্তানের আরও চার উইকেট। যার শুরুটা হয় ৬ রান করা সৌদ শাকিলের বিদায়ে। কুলদীব যাদব। ৩২ ওভারে দ্বিতীয় বলে শাকিলকে তুলে নেওয়া কুলদীপ, ঐ ওভারের শেষ বলে তুলে নেন চার রানে থাকা ইফতেখার আহমেদের উইকেট। পরের ওভারেই হাফসেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকা  রিজওয়ানকে প্যাভিলিয়নের পথটা দেখান জাসপ্রীত বুমরাহ। উইকেটে থিতু হবার আগেই ফিরেন দলের সহঅধিনায়ক সাদাব খান। ২ রান করা সাদাবের উইকেটটাও তুলে নেন বুমরাহ।

দারুণ খেলতে থাকা পাকিস্তানের ব্যাটিংয়ে হঠাৎ এই কল্পাস শেষ পর্যন্ত বড় স্কোর দাঁড় করাতে পারেনি। শেষ তিন ব্যাটসম্যান যোগ করে মাত্র ২০ রান। যেখানে ১২ রান হাসান আলীর। ভারতের হয়ে বুমরাহ-যাদব-পান্ডিয়া-সিরাজ ও জাদেজা সবাই নেন দুইটি করে উইকেট।

Link copied!