• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাটিং বিপর্যয়ে ভারত, ২রানে নেই ৩ উইকেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০৭:৩৪ পিএম
ব্যাটিং বিপর্যয়ে ভারত, ২রানে নেই ৩ উইকেট
উইকেট পাওয়ার পর উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া দল। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ভারতকে লক্ষ্যটা দিয়েছে সামন্য; কিন্তু এই টার্গেটে আয়োজকদের শুরুটা হল হতশ্রী। ২ রান তুলতেই হারিয়ে বসে ভারত ৩ উইকেট। শূন্য রানে বিদায় ঈশান কিষান-রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার। মিচেল স্টার্ক একটি ও জশ হ্যাজেলউড নেন দুই উইকেট। এই প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ ওভারে ৩ উইকেটে ২০ রান।

২০০ রানের লক্ষ্যে ভারতের ইনিংসের শুরুটা করতে আসেন রোহিত শর্মা ওশিুভমান গিলের জায়গায় ওপেন করতে আসা ঈশান কিষান। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে শুরু করতে আসেন মিচেল স্টার্ক। প্রথম বলটা ওয়াইড দিয়ে শুরু করেন তিনি। এরপর তৃতীয় বলটাতেও রান আসে তবে সেটাও ল্যাগবাই থেকে। ম্যাচের চতুর্থ বলেই স্টার্কের শিকার ঈশান কিষান। রানের খাতা খোলার আগেই স্লিপে গ্রিনের হাতে ধরা পড়েন তিনি। তার বিদায়ের পরের ওভারেই জশ হ্যাজেলউডের জোড়া আঘাত। তার করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রোহিতকে এলবিডব্লিউরি ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি  ভারতীয় অধিনায়ক। তার নামের পাশেও লেখা থাকবে ৬ বলে শূন্য রান। দুই বল পরেই অজি এই পেসারের শিকার শ্রেয়াস আইয়ার। শূন্য রান করা শ্রেয়াস ক্যাচ আউট হন। 

ভারত পরে যায় পুরোদমে চাপে। দলের হাল ধরার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

এরআগে, ডেভিড ওয়ার্নারের ৪১ ও স্টিভ স্মিথের ৪৬ রানের সুবাদে ৪৯ ওভার ৩ বলে ১৯৯ রান তোলে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!