• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন পান্থ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ০৩:৪১ পিএম
বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন পান্থ
ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন  ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের দাবি অনুযায়ী আগামী ওয়ানডে বিশ্বকাপে পান্থকে পাচ্ছে না ভারত।

গত বছরের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন ঋষভ পন্থ। দুর্ঘটনায় তার লিগামেন্টে গুরুতর আহত হয়। পরে সেগুলোতে অস্ত্রোপচার করা হয়।  বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের চোট নিয়ে কাজ করছেন ঋষভ পন্থ।  

দুর্ঘটনার পরই জানা গিয়েছিল, ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল ও এশিয়া কাপে খেলতে পারবেন না পান্থ। তবে ওয়ানডে বিশ্বকাপ খেলার আগে সুস্থ হয়ে উঠবেন এমন ধারণা ছিল সবার।

কিন্তু ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের জানুয়ারির আগে মাঠে ফিরতে পারবেন না পান্থ। এদিকে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে মাঠে গড়াবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। অর্থাৎ ঘরের মাঠে বিশ্বকাপ খেলা হচ্ছে না পান্থের।

Link copied!