• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

হাদ্দাদকে হারিয়ে বোল্টার চতুর্থ রাউন্ডে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৭:৫১ পিএম
হাদ্দাদকে হারিয়ে বোল্টার চতুর্থ রাউন্ডে
ম্যাচ জয়ের প্রতিক্রিয়া কেটি বোল্টারের। ছবি : সংগৃহীত

ব্রিটেনের নাম্বার ওয়ান নারী টেনিস তারকা কেটি বোল্টার মিয়ামি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন বিয়াট্রিজ হাদ্দাদ মাইয়াকে সরাসরি ৬-২ ও ৬-৩ সেটে পরাজিত করে। 

২৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে ৯০ মিনিট সময় নিয়েছেন বোল্টার। যাকে তিনি এই মাসের শুরুতে সান দিয়েগো ওপেনের শিরোপা জয়ের পথেও পরাজিত করেছিলেন।

বোল্টার প্রথমবারের মতো টুর্নামেন্টের শেষ ১৬ রাউন্ডে পৌঁছেছেন এবং এখন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার মুখোমুখি হবেন।

এদিকে, বিশ্বের দুই নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ১-৬ ও ৬-১ সেটে পরাজিত করেন আনহেলিনা কালিনিনা।

বেলারুশিয়ান সাবালেঙ্কা পরাজয় মেনে নিতে পারেননি। ম্যাচশেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে কোর্টের মেঝেতে বাড়ি মেরে তিনি তার র‌্যাকেট ভেঙে ফেলেন।

বিশ্বের এক নম্বর খেলোয়াড় পোল্যান্ডের ইগা সুয়াটেক ৬৭ মিনিটের লড়াইয়ে ইতালির ক্যামিলা গিওরগিকে সরাসরি ৬-২ ও ৬-১ সেটে হারিয়েছেন।

জাপানের নাওমি ওসাকা ইউক্রেনের এলিনা স্বিতোলিনার বিরুদ্ধে ৬-২ ও ৭-৬ (৭-৫) সেটে জয়লাভ করেন। ষষ্ঠ বাছাই তিউনিসিয়ার ওন্স জাবেউর বিশ্বের ৬৫ নম্বর রাশিয়ার এলিনা আভানেসিয়ানের কাছে ৬-১, ৪-৬ ও ৬-৩ সেটে হেরে যান।  
 

Link copied!