• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

রোমাঞ্চকর জয়ে প্লে অফে গালফ জায়ান্টস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৫:১৮ পিএম
রোমাঞ্চকর জয়ে প্লে অফে গালফ জায়ান্টস

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার শেষ বলের রোমাঞ্চকর জয় পেলো গালফ জায়ান্টস। এমআই এমিরেটসকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে আইএল টি-টোয়েন্টির প্লে অফ নিশ্চিত করলো তারা।

এমিরেটস ১৩৯ রানে অলআউট হয়, শেষ ৮ উইকেট তারা হারায় মাত্র ৫১ রানে। গালফ সহজ জয়ের পথে ছিল। কিন্তু হঠাৎ করে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে ছন্দ হারায়। শেষ দুই ওভারে লাগতো ১৮ রান। ১৯তম ওভারে ডোয়াইন ব্রাভোর ছয় বলে গালফ ২ উইকেট হারিয়ে মাত্র ৭ রান করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে।

শেষ ওভারে জর্ডান থম্পসনের চমৎকার বোলিংয়ে কোণঠাসা ছিল গালফ। শেষ বলে দরকার ছিল ৩ রান, শিমরন হেটমায়ার ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা মেরে দলকে জেতান। ৫ উইকেটে ১৪৩ রান করে তারা।

টপ অর্ডারে টম ব্যান্টন সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া জেমস ভিন্স (২৬), ক্রিস লিন (২৮) ও গেরহার্ড এরাসমাস (২০) অবদান রাখেন। হেটমায়ার ১৩ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে নিকোলাস পুরান এমিরেটসের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ২৯ বল খেলে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে।

গালফের হয়ে সবচেয়ে বেশি ৩ উইকেট নেন ক্রিস জর্ডান। দুটি করে উইকেট পান ডমিনিক ড্রেকস, ডেভিড উইজ ও রেহান আহমেদ।

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গালফ। সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে ডেজার্ট। ৯ পয়েন্ট নিয়ে তিনে এমিরেটস।

Link copied!