এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াডে যোগ দিতে দেশে ফিরেছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম।
বুধবার (২৮ মে) বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে সকাল ৮টার দিকে ঢাকাতে পৌঁছান তিনি।
জানা গেছে, বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল অফিসার। আনুষ্ঠানিকতা শেষ করে তাকে সরাসরি জাতীয় দলের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।
আগামী পরশুদিন (৩০ মে) আরও কয়েকজন জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বাফুফে। তবে সবার আগে দেশে ফিরলেন ফাহমিদুল, যা তার আগ্রহ ও দায়িত্ববোধের পরিচায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত মার্চ উইন্ডোতে সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তবে সেই দলে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ছিলেন না। তাকে বাদ দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ফাহমিদুলকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করেন ক্ষুব্ধ সমর্থকরা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোড়ন তোলে।