• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা আর তাড়া করে না: দ্রাবিড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩, ০৪:৪৫ পিএম
বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা আর তাড়া করে না: দ্রাবিড়
রাহুল দ্রাবিড়। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর কেটে গেছে এক মাসেরও বেশি সময়। ভারতের প্রথম সারির ক্রিকেটারেরা আবার নেমে পড়েছেন অনুশীলনে। দক্ষিণ আফ্রিকায় প্রথম বার টেস্ট সিরিজ জিততে মরিয়া তারা। প্রথম টেস্টের আগে কোচ রাহুল দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপ ফাইনালে হারের ব্যর্থতা আর তাড়া করছে না ভারতকে। দক্ষিণ আফ্রিকায় নতুন ইতিহাস লিখতে চান তারা।

মঙ্গলবার সেঞ্চুরিয়ানে শুরু সিরিজের প্রথম টেস্ট। আর কেপটাউনে ৩ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।

সিরিজ শুরুর আগে দ্রাবিড় বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল আমাদের কাছে অতীত। হ্যাঁ, হতাশাজনক ছিল ব্যাপারটা। কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। এখন আমাদের সামনে নতুন কিছু রয়েছে। ক্রিকেটার হিসেবে কখনও অতীতের হতাশা বয়ে বেড়ানো উচিত নয়। কী ভাবে সেটা সামলাতে হবে সেটা দেখা উচিত। না হলে পরের ম্যাচে প্রভাব ফেলবে। হ্যাঁ, ছেলেরা হতাশ ছিল। কিন্তু সব পেরিয়ে এখন আমরা সামনের দিকে তাকাতে চাই।’

দ্রাবিড় বলেছেন, ‘কারও মধ্যে অনুপ্রেরণার অভাব দেখিনি। দক্ষিণ আফ্রিকায় এসে দেশের প্রতিনিধিত্ব করা, এখানে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাওয়া বিরাট ব্যাপার। তাই অনুপ্রেরণার অভাব কারও মধ্যে নেই। আমি এখানে অনুপ্রাণিত করতেও আসিনি।’
 

Link copied!