বেঙ্গালুরুতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। অধিনায়কের সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন দলের ব্যাটাররা। মিডল অর্ডারে বেন স্টোকস ছাড়া বাকি ব্যাটাররা তেমন কোন প্রতিরোধই গড়তে পারেননি লঙ্কান বোলারদের সামনে। শেষ পর্যন্ত কোনোরকমে দেড়`শ রান তোলতে পেরেছে তারা। গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। তখনও ম্যাচের বাকি ছিল ১০০ বল। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন বেন স্টোকস। আর লঙ্কানদের হয়ে লাহিড়ু কুমারা ৩৪ রানে নেন তিন উইকেট।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইংলিশ শিবিরে প্রথম আঘাতই হানেন অ্যাঞ্জেলো ম্যাথুস। দলীয় ৪৫ রানে ডেভিড মালানকে ফিরিয়ে দেন তিনি। ২৫ বলে ২৮ রান করে আউট হন ইংলিশ ওপেনার। পরের উইকেট তুলতেও দারুণ অবদান ম্যাথুসের। তার থ্রোয়ে কুশাল মেন্ডিসের হাতে রানআউট হয়ে বিদায় নেন জো রুট।
রুট ১০ বলে করেন ৩ রান। এরপর উইকেটের মিছিল চলে ইংলিশ শিবিরে। জস বাটলার ৮ রানে, লিয়াম লিভিংস্টোন ১ রানে, মঈন আলি ১৫ রানে, ক্রিস ওকস শূন্য রানে ও মার্ক উড ৫ রান করে আউট হন। মঈনের উইকেটটি তুলে নেন ম্যাথুস।
ওপেনারদের বিদায়ের পর ইংল্যান্ডের হয়ে হাল ধরেছিলেন বেন স্টোকস। তবে একপ্রান্তে আগলে রেখে খেলতে গিয়ে আরও চাপে পড়ে তারা। চাপের মুখে ৭৩ বলে ৪৩ রান করে আউট হন স্টোকস। শেষ পর্যন্ত ১৪ রান করে টিকে ছিলেন ডেভিড উইলি।