• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপ বাছাইয়ের জন্য আংশিক দল ঘোষণা বাফুফের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৬:২৩ পিএম
বিশ্বকাপ বাছাইয়ের জন্য আংশিক দল ঘোষণা বাফুফের
বাংলাদেশ ফুটবল টিম অনুশীলন। ফাইল ছবি

বিশ্বকাপ বাছাই পর্ব রাউন্ড-১ খেলতে অক্টোবরে মাঠে নামছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ মালদ্বীপ। ১২ অক্টোবর মালদ্বীপের আতিথিয়েতা নিবে জামাল ভূঁইয়ারা। ১৭ অক্টোবর তারিখ ঘরের মাঠে লড়বে বাংলাদেশ। সেই লক্ষ্যে শুক্রবার লাল-সবুজ দলের আংশিক প্রাথমিক দলও ঘোষিত হয়েছে। ১৫ জনের মধ্যে তিন জনই নতুন। জাতীয় দল কমিটির অনলাইন সভা শেষে দল ঘোষিত হয়েছে। সেখানে সভাপতিত্ব করেছেন কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

ডাক পাওয়া নতুন তিন জন খেলোয়াড় হলেন শেখ জামাল ক্লাবের শাকিল হোসেন, আজমপুরের জায়েদ আহমেদ ও আরমান ফয়সাল আকাশ। এছাড়া ফিরেছেন সাজ্জাদ হোসেন। অধিনায়ক জামাল ভূঁইয়া ৩ অক্টোবর আর্জেন্টিনা থেকে দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবেন। ২ অক্টোবর বসুন্ধরা কিংসের এএফসি কাপের খেলা রয়েছে। ফলে ৫ অক্টোবর ওই ক্লাবের খেলোয়াড়রা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। দলের সঙ্গে যোগ দিচ্ছেন একজন স্প্যানিশ ফিজিও।

হাভিয়ের কাবরেরা আপাতত ১৫ জন নিয়ে পুলিশ এফসির উত্তরার মাঠে অনুশীলন করবেন। আগামীকাল সন্ধ্যায় বাছাইকৃত ১৫ জন খেলোয়াড়কে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

১০ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে মালদ্বীপ যাবে বাংলাদেশ।

বাংলাদেশ দলে ডাক পাওয়া ১৫ জন :

মিতুল মারমা, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, আলমগীর মোল্লা, রহমত মিয়া, মোহাম্মদ হৃদয়, জায়েদ আহমেদ, রবিউল হাসান, দীপক রায়, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, সাজ্জাদ হোসেন ও আরমান ফয়সাল আকাশ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!