• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ‘আবহাওয়া’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৩:২৫ পিএম
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ‘আবহাওয়া’
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল। রোববার অবশ্য বাংলাদেশ দলে হোটেলে জিম করে কাটিয়েছেন। প্রায় ২০ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি দূর করার জন্য ছোট্ট এই সেশন রাখেন কোচ। আগামীকাল (সোমবার) মাঠের অনুশীলনে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

অস্ট্রেলিয়ায় পৌঁছে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, “ভ্রমণ টা বেশ লম্বা ছিল। তাই আজ সকালের নাস্তা সূচি বিলম্ব দেয়া হয়েছিল। আমরা আজ মাঠে অনুশীলন করব না। হোটেলেই রিকভারি সেশন করেছি।”

জামাল ভূঁইয়া

দীর্ঘ আট বছর পর অস্ট্রেলিয়া খেলতে গিয়েছে বাংলাদেশ। দেশটিতে এখন শীতের মৌসুম। হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও দিনের বেলায় তাপমাত্রা থাকছে ১৫ থেকে ২০ ডিগ্রির ভিতর। আর রাত হতে না হতেই তা নেমে আসে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। আর বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচটি হবে স্থানীয় সময় রাত আটটায়। যখন ভালো ঠান্ডা থাকবে। তাই এই আবহাওয়ায় নিজেদের মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ মনে করছেন বাংলাদেশ কোচ কাবরেরা।

ছবি : বাফুফে

কোচ বলেন, “এখানকার আবহাওয়া ঠান্ডা। বাংলাদেশের চেয়ে অবশ্যই আলাদা। এখন মেলবোর্নে সকাল বেলা তাপমাত্রা ২০ ডিগ্রির মতো। মোটামুটি একটু ভালোই। তবে রাত আটটায় ম্যাচ মানে তখন ১০ থেকে ১১ ডিগ্রিতে খেলতে হবে। এই কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতেই আমরা চার থেকে পাঁচ দিন আগে এসেছি মেলবোর্ন।”

ছবি : সংগৃহীত

কোচের সঙ্গে তাল মিলিয়েছেন ডিফেন্ডার রহমত মিয়াও। রহমত বলেন, “এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এখন গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ, হুট করে এসে ঠান্ডাতে পারফর্ম করা কঠিন। যেহেতু আমাদের খেলা রাত আটটায়, তখন আরও বেশি ঠান্ডা থাকবে। আমার মনে হয় চার দিন আগে আসাটা আমাদের জন্য ভালো হয়েছে। এই সময় কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেব আমরা।”

এদিকে, বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, “সবাই ভালো এবং সুস্থ রয়েছে। বাংলাদেশের সঙ্গে পাঁচ ঘণ্টা সময়ের ব্যবধান তাই ঘুমের খানিকটা ঘাটতি হচ্ছে।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!