• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
সিলেট টেস্ট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৪, ১০:১০ এএম
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ দলের ড্রেসিংরুমের সামনে টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয় তরুণ পেসার নাহিদ রানাকে। অভিষিক্ত পেসারের সঙ্গে দলে আছেন শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

শুক্রবার (২২ মার্চ) তিন পেসারকে নিয়ে সকালের কন্ডিশনটা কাজে লাগানোর জন্য বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিলেটে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

টস জেতার পর তিনি বলেছেন, ‘উইকেট ভেজা মনে হচ্ছে। সকালের কন্ডিশনটা কাজে লাগাতে চাইব। আশা করি সুইং ও সিম মুভমেন্ট থাকবে।’

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়। তবে অভিজ্ঞ লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব আগেই লঙ্কান সিরিজ থেকে বিরতি নিয়েছিলেন, আর ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিক।

তবে প্রথমবার বাংলাদেশের সাদা জার্সিতে নামছেন পেসার নাহিদ রানা। এছাড়াও একাদশে ফিরেছেন পেসার খালেদ আহমেদ। আর দলে আছেন শরিফুল ইসলাম। তিন পেসারকে নিয়ে আক্রমণে নামছে টাইগাররা। সিলেটের উইকেট সকালে ভেজা মনে হওয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক।  

এদিকে অভিজ্ঞ একাদশ নিয়েই মাঠে নামছে শ্রীলঙ্কা। করুনারত্নে, ম্যাথুস, চান্ডিমালদের সঙ্গে বোলিং আক্রমণে রয়েছেন রাজিতা, কুমারারা।

বাংলাদেশ দল: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।

Link copied!