• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০২:৫২ পিএম
বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
মিরপুরে বৃষ্টির হানা। বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ। ছবি : সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ব্যাট হাতে ৪ ওভার ৩ বলে বিনা উইকেটে ৯ রান তুলেছে কিউইরা। ১৮ বলে ৫ রানে অপরাজিত আছেন ফিন অ্যালেন। আর তার সঙ্গী উইল ইয়াং আছেন ৩ রানে অপরাজিত, ৯ বল খেলে। এরপরিই ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে আপাতত ম্যাচ বন্ধ রয়েছে।

উইল ইয়াং । ছবি: সংগৃহীত

নিয়মিত একাদশের বেশ কিছু খেলোয়াড়কে বাদ দিয়ে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। একই অবস্থা বাংলাদেশেরও। দলের বাহিরে রখেছে তারাও বেশ কিছু কি-প্লেয়ার। ব্ল্যাকক্যাপদের হয়ে এই ম্যাচে অভিষেক অধিনায়ক হিসেবে টস করেন লকি ফার্গুসন। তার মিশনের শুরুটা হয়েছে টস হার দিয়ে। ব্যাট হতে দলটির ওপেন করতে আসেন ফিন অ্যালেন ও উইল ইয়াং। আর বাংলাদেশর হয়ে বল হাতে শুরুটা করেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে এই দুই ওপেনার তোলেন ২ রান। দ্বিতীয় ওভারে অন্যপ্রান্তে বল হাতে দারুণ শুরু করেন তানজিম হাসান সাকিব। শুরু থেকেই আউটসুইং পাচ্ছেন তিনি। দ্বিতীয় ওভারের শেষ বলে উইল ইয়াংকে ‘বিট’ও করেছেন। লেগ বাইসহ ৪ রানে ভালো শুরু পেলেন তানজিম। বাংলাদেশের নিয়ন্ত্রিতি বোলিংয়ের সামনে স্বাচ্ছদ্যে ব্যাট করতে পারছেন না কিউই দুই ওপেনার।

এরআগে, এই ম্যাচে ইনজুরি কাটিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এছাড়াও দলে ফিরেছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম সাকিব ও মোস্তাফিজুরর রহমান।

নিউজিল্যান্ড একাদশ:

ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

খেলা বিভাগের আরো খবর

Link copied!