• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ১১:২৭ এএম
পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ জিতে দারুণ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে তারা সিরিজ হারিয়েছিল ২-১ ব্যবধানে। এবার শুরু ওয়ানডে মিশন। মিরপুরে আজ (৪ নভেম্বর) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের যেখানে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদনটি লেখার আগে বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৮ উইকেটে ৬৮ রান।

তবে, শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে টাইগ্রেসরা। বাংলাদেশ ব্যাটিংয় পাওয়ার প্লেতে হারায় তিন উইকেট। আর রান তোলে মাত্র ১৫।

দলীয় ১৪ রানের সময় বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ৬ রান করা শামীমা সুলতানাকে ফেরান সাদিয়া ইকবাল। পরের বলেই সোবহানা মোস্তারি ফেরেন গোল্ডেন ডাক মেরে। হ্যাটট্রিকের আশা জাগান সাদিয়া ইকবাল। তবে ব্যর্থ হন তিন বলে তিন উইকেট নিতে। এরপর ১৪ বলে ২ রান যোগ করে টাইগ্রেসরা। এর মাঝে তারা হারান আরেক ওপেনার ফারজানা হকের উইকেট। ৮ রান করা ফারজানা সাদিয়া ইকবালের তৃতীয় শিকার।

এরপর নিগার সুলতানা জ্যোতিরা আরও ৫০ রান যোগ করতে হারায় চার উইকেট। ২ রান করা স্বর্ণা আক্তারের উইকেটটি পান সাদিয়া সুলতানা। এরপর ব্যক্তিগত ১৩ রান করে আউট হন অধিনায়ক নিগার সুলতানা। তার উইকেটটি নেন নিধা ধার। নিধা দারের দ্বিতীয় শিকার ১৮ রান করা ফাহিমা খাতুন। আর ১৪ রান করা রিতু মনিকে ফেরান উম্মে হানি।  

খেলা বিভাগের আরো খবর

Link copied!