সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচটা রঙ্গিয়ে রাখতে পারল না বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে যে মাঠে আফগান বোলারদের ব্যাট হাতে শাসন করেছিল বাংলাদেশের ব্যাটাররা, সেই একই উইকেটে পাকদের বিরুদ্ধে সাকিব আল হাসান-মুশফিকুর রহিম ছাড়া বাকি সবাই ব্যাট হাতে ব্যর্থ। ফলাফল পাকিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়।
টাইগারদের এমন হারের দায় শুরুতে বাজে ব্যাটিংকে দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, “আমরা শুরুতে পিছিয়ে পড়েছিলাম। তবে তারা (পাকিস্তান) সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শট খেলেছি। এরকম উইকেটে আমাদের প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো উচিত হয়নি। এরপর আমাদের খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। সেটা আরও ৭-৮ ওভার চালিয়ে যাওয়া উচিত ছিল।”
সাকিব এ সময় আরও বলেন, “আমি আউট হওয়ার পর আর কোনো পার্টনারশিপ হয়নি। এ ধরনের উইকেটে এটা খুব খারাপ ব্যাটিং বলা যায়।”
পাকিস্তানের পেসারদের প্রশংসাও করেন সাকিব। একই সঙ্গে বাংলাদেশের পেসাররাও ভালো করছে বলে জানান এই অলরাউন্ডার।বাংলার অধিনায়ক বলেন,“পাকিস্তান র্যাঙ্কিংয়ের এক নম্বর দল। তাদের তিনজন ফ্রন্টলাইন বোলার আছে, যারা খুব ভালো করছে। আমরা বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে উত্থান পতন আছে। পাকিস্তানের বোলারদের মতো আমাদের প্রথম সারির তিনজন বোলারও গত কয়েক বছর ভালো বোলিং করেছে।”