• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ১১:০২ এএম
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
টস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার মিশনে অস্ট্রেলিয়া আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে। এরই মধ্যে ধর্মশালায় অনুষ্ঠিত হয়ে গেছে। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

এই ম্যাচে দুদলই একাদশে নিয়ে এসেছে পরিবর্তন। নিউজিল্যান্ড দলে জিমি নিশাম এসেছেন মার্ক চ্যাপম্যানের জায়গায়। আর ক্যামেরন গ্রিনের জায়গায় অস্ট্রেলিয়া দলের একাদশে যুক্ত হয়েছেন ট্রাভিস হেড। এদিকে, নিজের ১০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে কিউিই স্পিনার মিচেল স্যান্টনার।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে নিজেদের শততম ম্যাচ খেলার অনন্য এক রেকর্ড গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এ পর্যন্ত অস্ট্রেলিয়া ৯৯ ম্যাচের মধ্যে ৭২টি জয় পেয়েছে, ২৫ ম্যাচে পরাজিত হয়েছে। এছাড়া তাদের একটি করে টাই ও পরিত্যক্ত হয়েছে।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১৪১ বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। এরমধ্যে অস্ট্রেলিয়ার জয় ৯৫টিতে, নিউজিল্যান্ডের জয় ৩৯টিতে এবং সাতটি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ  ৩-০ ব্যবধানে  জিতেছে  অজিরা।

এখন পর্যন্ত বিশ্বকাপে ১১বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এরমধ্যে জয়ের পাল্লা ভারী অজিদের। আটবার জয় পেয়েছে তারা। তিনবার জিতেছে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

খেলা বিভাগের আরো খবর

Link copied!